ইসলাম ধর্ম
ইসলাম ধর্মকে নিয়ে কোনো হীন চক্রান্ত দেশে সফল হবে না: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলাম ধর্মকে নিয়ে কোনো হীন চক্রান্ত এদেশে সফল হবে না।
তিনি বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয়। দেশের যেকোনো ক্রান্তিকালে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।’
ধর্ম উপদেষ্টা বলেন, এদেশের ইতিহাসে যতবার ফিতনা-ফ্যাসাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, ততবারই আলেম-ওলামারা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছেন। ভবিষ্যতেও যদি কোনো অপশক্তি কখনও এদেশে ইসলামের ওপর আঘাত করার চেষ্টা করে, তাহলে আলেম সমাজ তা রুখে দেবে।
আরও পড়ুন: দেশের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার দায়িত্ব সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা
সোমবার (১৪ অক্টোবর) ফটিকছড়িতে জামিয়া ওবায়দিয়া মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, আমরা ক্ষমতার জন্য দায়িত্ব গ্রহণ করিনি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই পথ সুগম করতেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সংস্কারমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার।
এরপর ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে যথাসময়ে নির্বাচন দেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা।
ড. খালিদ বলেন, অন্তর্বর্তী সরকার যেসময়ে দায়িত্ব গ্রহণ করেছে দেশের পরিস্থিতি ছিল নাজুক। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটসহ সরকারকে নানামুখী সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সকলের সহযোগিতার ফলে এসব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। দেশের মানুষ যে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন লালন করে সেরূপ রাষ্ট্র বিনির্মাণের পথে সরকার এগিয়ে যাচ্ছে।
জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদরাসার সিনিয়র শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে: ধর্ম উপদেষ্টা
১৬৪ দিন আগে
আজ পবিত্র শবে মিরাজ
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সোমবার রাতে দেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।
ইসলাম ধর্ম মতে, নবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হযরত জিবরাইল (আ.) এর সঙ্গে বুরাকে চড়ে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের ওপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন।
আরও পড়ুন: পবিত্র শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি
মুসলমানরা এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাতটি উদযাপন করেন। ইসলামে মিরাজের বিশেষ গুরুত্ব আছে, এ মিরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয় এবং এ রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য নিয়ে আসেন নবী মুহাম্মদ (সা.)।
১১২৪ দিন আগে
করোনাভাইরাস মোকাবিলার সুযোগ এনে দিয়েছে ‘রমজানের চেতনা’
মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন এলাকায় লকডাউন ঘোষণা এবং জনসমাবেশ ও জামাতে নামাজে আদায়ে নিষেধাজ্ঞার মতো ভিন্ন বাস্তবতার মাঝে এসেছে এবারের মাহে রমজান। কিন্তু এ মাসের চেতনাই আবার মুসলমানদের মহামারি মোকাবিলার সুযোগ এনে দিয়েছে।
১৭৯৮ দিন আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ
মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রবিবার যথাযথ ধর্মীয় মার্যাদার সাথে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।
১৯৬৫ দিন আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১০ নভেম্বর
ঢাকা, ২৯ অক্টোবর (ইউএনবি)- দেশের আকাশে মঙ্গলবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ নভেম্বর (রবিবার) পালন করা হবে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী।
১৯৭৬ দিন আগে
আজ পবিত্র আশুরা
ঢাকা, ১০ সেপ্টেম্বর (ইউএনবি)- যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়।
২০২৬ দিন আগে
ক্ষমা চাইলেন জাকির নায়েক, বললেন তিনি সাম্প্রদায়িক নন
ঢাকা, ২০ আগস্ট (ইউএনবি)- ভারতের প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
২০৪৬ দিন আগে