রাইসমিল
চুয়াডাঙ্গায় রাইসমিলের ফিতায় গায়ের চাদর জড়িয়ে নারীর মৃত্যু
চুয়াডাঙ্গায় রাইসমিলের মেশিনের ফিতায় জড়িয়ে সখিরন নেছা নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের নিকেরীপাড়ায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রংপুরে বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি, আটক ৩
নিহত সখিরন নেছা (৬২) কেডিকে ইউনিয়নের কাশিপুর উত্তর পাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে বৃদ্ধ সখিরণ নেছা দেহাটি গ্রামের একটি রাইস মিলে ডাল কুটতে যান।
এসময় অসাবধানতাবশত তার গায়ের চাদর চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে যায়। বিদ্যুৎচালিত মেশিনের ফিতায় জড়িয়ে পড়েন তিনিও।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা জেনারেল হাসপাতালে নানির কোল থেকে নবজাতক চুরি
সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের ‘অবহেলায়’ মারা যাওয়া নবজাতকের মায়ের মৃত্যু
১১ মাস আগে
টাঙ্গাইলে রাইসমিলে দুর্ঘটনা, ৩ শ্রমিক নিহত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দুবাইল এলাকায় রবিবার রাতে একটি অটোমেটিক রাইসমিলের সাইলো ভেঙে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, কুড়িগ্রামের ঘোরাহারা গ্রামের নুরুল ইসলাম, একই জেলার ভবদার বাজার গ্রামের নাজমুল ওরফে আরিফ এবং নাইমুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকালে একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড নামের ওই রাইসমিলে নতুন সাইলো ও ক্রাসার মেশিন সংযোজন করা হয়। তিন শিফটে কাজ চলা কারখানার রাতের শিফটের ছয় কর্মী কাজ শুরু করেন। রাত ৯টায় বিকট শব্দে সাইলো, ক্রাসার মেশিন প্রায় এক হাজার মন বস্তাবন্দী চালসহ ভেঙে পড়ে। কর্মরত শ্রমিকরা সবাই এর নিচে চাপা পড়ে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর অপর দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে গোপালপুর ও মধুপুর উপজেলার দুটি ফায়ার সার্ভিসের ইউনিট অভিযান চালাচ্ছে।
পড়ুন: বিআরটি গার্ডার ট্র্যাজেডি: দুর্ঘটনার ১২ কারণ খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা
আগস্টে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯
২ বছর আগে