চিরিরবন্দর
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় কাভার্ডভ্যানের চালকসহ ২ জন এবং চিরিরবন্দরের ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) পৃথক স্থানে নিহত হয়েছেন তারা।
দুর্ঘটনায় নিহত কাভার্ডভ্যানের চালক নায়েব আলী (৪৫) ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর বাঙালি পাড়ার ফয়েজ উল্লাহ'র ছেলে। একই সঙ্গে নিহত আরোহী শফিউল জামান (২৮) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় বিজিবির ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তর সংলগ্ন ডাঙ্গাপাড়ায় ঢাকামুখী একটি দ্রুত গতির পিকআপ কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর নিহত
তিনি আরও বলেন, এতে কাভার্ডভ্যানের চালক এবং আরোহী দুর্ঘটনাস্হলে নিহত হয়েছেন। দ্রুত গতির পিকআপটি একই দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়।
এদিকে আজ সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরের রেলস্টেশনের কাছে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
রেলওয়ে থানার উপপরিদর্শক জহির রায়হান বলেন, ১০৩ বছর বয়সী নিহত জেহার উদ্দিন রেললাইন সংলগ্ন বাজারপাড়ার মৃত নেজাম আলীর ছেলে। তিনি কানে শুনতে পান না। রেললাইন পার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন ওই বৃদ্ধ।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
৫২৪ দিন আগে
দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে রাইয়ান ইসলাম রসিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে মামার সঙ্গে পুকুরে মাছ ধরার সময় অসাবধানতাবশত চোখের আড়ালে তলিয়ে গিয়ে মারা যায় শিশুটি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু
শিশু রাইয়ান ইসলাম রসিম চিরিরবন্দরের কৃষ্ণনগর মুন্সিপাড়ার খাদেমুল ইসলামের ছেলে। ২ বছর বয়স থেকে চিরিরবন্দরের ৪ নম্বর ইসবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে নানার বাড়িতে থাকত।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মামার সঙ্গে পাশ্ববর্তী পুকুরে মাছ ধরতে গিয়েছিল। মামার ধরা কিছু মাছ বাড়িতে পৌঁছে দিয়ে আবারও সে পুকুর পাড়ে যায়। মামার অগচোরে কোনো এক সময়ে পুকুরে পড়ে তলিয়ে যায় সে।
পরে মাছ ধরার সময় পুকুরের কিনারে ভেসে উঠা মাথার অংশ দেখতে পায় মামা। তখনি তাকে উদ্ধার করে স্বজনরা চিরিরবন্দরের স্বাস্হ্য কেন্দ্র নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বাবু জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। কারো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নাটোরে বাবার সঙ্গে চলনবিলে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু
মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
৫৪৪ দিন আগে
দিনাজপুরে বজ্রপাতে নিহত ২, আহত ৪
দিনাজপুরের চিরিরবন্দর এবং নবাবগঞ্জ উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও চারজন। এদিকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।
রবিবার সকাল ১০টার দিকে চিরিরবন্দরের আমতলীতে রশিদুল ইসলাম বাবু নামে একজন নিহত হয়েছেন। বাড়ির পাশে জলাশয়ে মাছ ধরার সময় তিনি নিহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহত রশিদুল ইসলাম চিরিরবন্দর উপজেলার ১০ নং পুন্ট্রি ইউনিয়নের সাহাপুর ঝাড়পুকুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, বজ্রপাতে রশিদুল ইসলাম নিহত হয়েছে। এছাড়াও সাতনালা ইউনিয়নে ২ জন এবং আউলিয়াপুর ইউনিয়নে আরও ২ জন বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন সহায়তা হিসাবে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এদিকে নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের উত্তর খালিকপুর গ্রামের আয়নাল হকের ছেলে বেলাল হোসেন বজ্রপাতে প্রাণ হারিয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান বাবু জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়াও আজ রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
তিনি আরও জানান, পাশাপাশি কোথাও কোথাও আরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে সন্ধ্যার পর থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বৃষ্টি নামেনি।
আরও পড়ুন: লালমনিরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু
নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
৫৭০ দিন আগে
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে সোমবার সকালে ‘কাঞ্চন এক্সপ্রেস’- ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
নিহত রশিদুল ইসলাম (১৯) চিরিরবন্দরের নবীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দিনাজপুরের রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুবেল জানান, সকালে রেললাইনের ওপর দিয়ে হাটার সময় পঞ্চগড়গামী ‘কাঞ্চন এক্সপ্রেস’-এর নিচে কাটা পড়ে রশিদুল ইসলাম দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন।
তিনি আরও জানান, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নৈশপ্রহরীর মৃত্যু
৭৫২ দিন আগে
চিরিরবন্দরে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধানখেত থেকে ৭ম শ্রেণির এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্কুল ছাত্র মিরাজুল ইসলাম (১৪) দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দর বাজারের গরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে। তিন সন্তানের মধ্যে নিহত মিরাজুল ছিল বড়। সে রানীরবন্দর আদর্শ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রবাসী নিখোঁজ: ১৪ দিন পর লাশ উদ্ধার
এসময় লাশের পাশে মিরাজুলের বাই সাইকেলটি পড়ে ছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মিরাজুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নেয় কয়েক বন্ধু। রাত ১০ টার দিকে গোছাহার এলাকায় বিলের মাঝে মেঠোপথে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বজলুর রশিদ জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করেছেন তারা। এসময় হত্যার কারণ জানতে এবং জড়িতদের চিহ্নিত করতে পাঁচ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি বলেন, ময়না তদন্তের জন্য লাশ বুধবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া হত্যায় কিশোর গ্যাং জড়িত বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: করিমগঞ্জে রাস্তার পাশ থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
৭৬৪ দিন আগে
চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান আরোহী নারী নিহত, স্বামী আহত
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান আরোহী এক নারী নিহত ও তার স্বামী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার আন্ধার মুহা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক্টরটি আটক করে পুলিশ।
নিহত আফিয়া বেগম (৩৫) একই উপজেলার বিন্যাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, দুপুর পৌনে ১টার দিকে স্বামীর সঙ্গে ভ্যানে গন্তব্যে যাবার সময় ইট বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তারা।
তিনি আরও বলেন, উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে আফিয়া বেগমকে মৃত বলে ঘোষণা করে জরুরি বিভাগের চিকিৎসক। তবে তার স্বামী আশঙ্কামুক্ত অবস্থায় আছে।
আরও পড়ুন: উপহার পেল সাতক্ষীরার নিহত ১০ পুলিশ সদস্যের পরিবার
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
৭৭৭ দিন আগে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
দিনাজপুরে ব্যাটারি চালিত চার্জার ভ্যানের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই হতাহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৪ টার দিকে সদর উপজেলার কিষাণবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত জগদীশ চন্দ্র রায় (৩৭) মোটর সাইকেল চালাচ্ছিলেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার ছোট ভাই স্বাধীন চন্দ্র রায় (৩৫)। তারা চিরিরবন্দরের সাইতাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ফটিকছড়িতে ট্রাক-সিএনজির সংঘর্ষে যুবক নিহত
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ব্যাটারিচালিত চার্জার ভ্যানের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জগদীশ চন্দ্র রায় নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্হায় ছোট ভাই স্বাধীন চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: তারাগঞ্জে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪
রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ ভাইয়ের মৃত্যু
৮৪৫ দিন আগে
দিনাজপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন
দিনাজপুরের চিরিরবন্দরে এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদএই রায় ঘোষণা করেন।
আসামি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অসুরঘাট মেম্বার পাড়ার মৃত সচিন চন্দ্র রায়ের ছেলে তপন রায়।
আরও পড়ুন:খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের যাবজ্জীবন
রাষ্ট্র্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) পিপি তৈয়বা বেগম জানিয়েছেন, দিনাজপুরের চিরিরবন্দরের বিশ্বনাথপুর কবিরাজ পাড়ায় মাসির বাড়িতে বেড়াতে এসে ২০১৯ সালের ১৯ মার্চ ধর্ষণের শিকার হন ভুক্তভোগী ওই বাক প্রতিবন্ধী নারী। এরপর আসামি তপন রায়কে অভিযুক্ত করে মামলা করেন ভুক্তভোগীর বাবা। দীর্ঘদিন মামলা চলার পর আজ এ মামলার রায় দেয়া হয়।
রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় তিন আসামির যাবজ্জীবন
৯৬৬ দিন আগে
দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার আমতলী এলাকায় নির্মাণাধীন একটি ভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাজেদুর রহমান মাজেদ (২৪) সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রেলঘুন্টি এলাকায় বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বয়ক।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা!
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রশিদ জানান, সোমবার দিবাগত রাতে আমতলী বাজারে আট জন দুর্বৃত্ত মাজেদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয় ও নির্মাণ শ্রমিকরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত মাজেদকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
১০৩৮ দিন আগে
চিরিরবন্দরে ড্রাম ট্রাকচাপায় স্বামী স্ত্রীসহ নিহত ৩
দিনাজপুরের চিরিরবন্দরে ড্রাম ট্রাকের চাপায় স্বামী স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে চাম্পাতলী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ফতেজংপুর গ্রামের মন্টু শাহ্ পাড়ার মৃত আফতাব উদ্দিনের ছেলে আমিন শাহ্ ও তার আমিনা আক্তার এবং একই উপজেলার নশরতপুর গ্রামের কলেজমোড় এলাকার হাড়ি পাড়ার বাসিন্দা ভ্যান চালক সনু রায়।
আরও পড়ুন: ড্রামট্রাক উল্টে গাজীপুরে নিহত ২
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকালে ব্রাক ব্যাংক থেকে ঋণের টাকা তুলে রিকশা ভ্যান করে বাড়ি ফেরার সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে চম্পাতলী এলাকায় বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক সনু রায় ও যাত্রী আমিন শাহ্ নিহত হন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
এই ঘটনায় নিহত আমিন শার্হ স্ত্রী আমিনা আক্তার মেরিকে গুরতর আহত হলে স্থানীয় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
১০৪২ দিন আগে