দিনাজপুরের চিরিরবন্দরে এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদএই রায় ঘোষণা করেন।
আসামি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অসুরঘাট মেম্বার পাড়ার মৃত সচিন চন্দ্র রায়ের ছেলে তপন রায়।
আরও পড়ুন:খুলনায় নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের যাবজ্জীবন
রাষ্ট্র্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) পিপি তৈয়বা বেগম জানিয়েছেন, দিনাজপুরের চিরিরবন্দরের বিশ্বনাথপুর কবিরাজ পাড়ায় মাসির বাড়িতে বেড়াতে এসে ২০১৯ সালের ১৯ মার্চ ধর্ষণের শিকার হন ভুক্তভোগী ওই বাক প্রতিবন্ধী নারী। এরপর আসামি তপন রায়কে অভিযুক্ত করে মামলা করেন ভুক্তভোগীর বাবা। দীর্ঘদিন মামলা চলার পর আজ এ মামলার রায় দেয়া হয়।
রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় তিন আসামির যাবজ্জীবন