শ্বাশুড়ি
স্বামী-শ্বাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ
রাজশাহীর পবায় সোনিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নিহত সোনিয়া পবার কইরা গ্রামের হানিফের মেয়ে।
তার স্বামী মো. নাসির ও শাশুড়িসহ পরিবারের অন্যরা পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: পুকুরে মিলল গলায় পাটা বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ!
সোনিয়ার চার বছরের মেয়ে পুলিশকে জানিয়েছে, সকালে তার মাকে মারধর করা হয়েছে।
নিহত সোনিয়ার স্বজনদের দাবি, স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য সোনিয়াকে নির্যাতন করতো। বুধবার তাকে মারধরের পর গলাটিপে হত্যা করা হয়েছে। ছোট মেয়েটাও মাকে মারধরের কথা পুলিশকে জানিয়েছে।
এ ব্যাপারে হত্যা মামলা করা হবে বলে জানান স্বজনেরা।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, নিহত সোনিয়ার স্বজনেরা দাবি করছেন এটা হত্যা। তবে লাশটি ঘরে ঝুলছিল। হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না।
আরও পড়ুন: ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ
জানালার গ্রিলের সঙ্গে ঝুলছিল গৃহবধূর লাশ!
২ বছর আগে