অপারেশন সুন্দরবন
খুলনা মাতিয়েছে ‘অপারেশন সুন্দরবন’ টিম
‘অপারেশন সুন্দরবন’ টিম শনিবার খুলনা শহরে সিনেমাটির প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়। বিকাল ৫টায় তারা খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, কুয়েট ফিল্ম সোসাইটি ও ফুড স্টুডিও’র আয়োজনে একটি সংবর্ধনায় যোগ দেয়।
সেখানে খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি মনিরুজ্জামান লাভলু ও কুয়েট ফিল্ম সোসাইটির সভাপতি সিফাত তাদের বরণ করে নেয়। সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, নুসরাত ফারিয়া ও পরিচালক দীপঙ্কর দীপন খুলনাবাসীকে বলেন, অপারেশন সুন্দরবন খুলনাবাসীর সিনেমা।
এরপর অপারেশন সুন্দরবন সিনেমার শিল্পীরা দর্শক সবাইকে নিয়ে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান। পরে ‘তার হাওয়াতে’ গানের সাথে সিয়াম ও ফারিয়া একটি ছোট পারফরমেন্স করেন। এই সময় দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। সেলফি তোলা ও প্রিয় নায়ক নায়িকাদের সাথে সাক্ষাৎ করতে খুলনার তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
আরও পড়ুন: মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’
টিম ‘অপারেশন সুন্দরবন’ খুলনার শঙ্খ ও লিবার্টি সিনেমা হলের আমন্ত্রণে সিনেমা হলে যান। সেখানে লিবার্টি সিনেমা হলের মালিক শাহজাহান ও শঙ্খ সিনেমা হলের মালিক কামালের পক্ষে টিমকে স্বাগত জানানো হয়। অপারেশন সুন্দরবন টিমের পক্ষ থেকে শঙ্খ সিনেমা ও লিবার্টি সিনেমার সকল কর্মকতা ও স্টাফদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।
এ প্রসঙ্গে অপারেশন সুন্দরবন সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘সিনেমা হলের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ আমাদের কাছে খুব কাছের। পোস্টার ম্যান, গেট ম্যান, লাইট ম্যান, প্রচার ম্যান, অপারেটর প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমায় অবদান রেখে চলছেন। আমি দেখেছি একটি সিনেমা হিট হলে তারা কি পরিমাণ খুশি হয়। আজ টিম অপারেশন সুন্দরবন তাদের পারিবারের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে তাদের বাংলা সিনেমায় অবদানকে সম্মান জানাতে চায়।’
আরও পড়ুন: ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরু
ওটিটির পর্দায় প্রথমবারের মতো মিশা সওদাগর
২ বছর আগে
মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’
কোরবানি ঈদের পর আবারও জমজমাট সিনেমা হল। শুক্রবার একসঙ্গে মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’।
মাহমুদ দিদার পরিচালিত প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পেয়েছে দেশের ১৯টি হলে। সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও ছিলেন ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধুসহ আরও অনেকে।
‘বিউটি সার্কাস’ নির্মাণ করতে উপস্থিত ছিলেন দুই শতাধিক নির্মাণসঙ্গী ও দুই হাজার গ্রামবাসী। দেশের সার্কাস শিল্পকে ঘিরে নির্মিত প্রথম এই সিনেমাটি চিত্রায়িত হয়েছে নওগাঁর সাঁপাহার গ্রামে।
আরও পড়ুন: ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’: জয়া আহসান
এদিকে, সারাদেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।
‘অপারেশন সুন্দরবন’ নির্মিত হয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র্যাবের দুঃসাহসী অভিযানের গল্প অবলম্বনে।
আরও পড়ুন: ‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরু
২ বছর আগে
৩৫ দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি: নুসরাত ফারিয়া
বহুদিন বড়পর্দায় দেখা নেই নুসরাত ফারিয়ার। এর মাঝে প্রায় তিন বছর কেটে গেছে। তবে সেই প্রতিক্ষার অবসান ঘটায় নায়িকার মুখে হাসি ফুটল। নতুন সিনেমার খবর নিয়ে আবারও তিনি গণমাধ্যমের সামনে এলেন। আর খানিকটা আবেগিও হয়ে উঠলেন।
আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দীপঙ্কর দীপনের নির্মাণে দীর্ঘ প্রতিক্ষীত ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটিতে একজন বাঘ গবেষকের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, রিয়াজ, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, তাসকিন রহমানসহ অনেকে।
আরও পড়ুন: 'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১
‘অপারেশন সুন্দরবন’ মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আরও উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন: রূপালি গিটারের জাদুকর কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
সংবাদ সম্মেলনে সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে নুসরাত ফারিয়ার বলেন, সিনেমাটি জীবনের একটি অংশ হয়ে গেছে। শুটিংয়ের সময় নেটওয়ার্কের বাইরে ছিলাম। ৩৫ দিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আজ আমি অনেক ইমোশনাল। সবচেয়ে বড় কথা, এতো বড় একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত র্যাব যে পরিমাণ অ্যাফোর্ট দিচ্ছে, সেটা অবিশ্বাস্য। আশা করি আপনার অপারেশন সুন্দরবনের কাছে থাকবেন।
গতকাল নুসরাত ফারিয়ার জন্মদিন ছিল। এমন বিশেষ দিনে সিনেমাটি মুক্তির ঘোষণা আনন্দ কয়েক গুণ বেড়ে গেছে নায়িকার।
আরও পড়ুন: ‘শুল্কপক্ষ’ শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে: সুনেরাহ
তিনি বলেন, আজ আমার জন্মদিন। এমন একটা দিন স্পেশাল করে দিয়েছে ‘অপারেশন সুন্দরবন’। অনেকদিন পর এতো ক্যামেরা দেখছি। সেই ২০১৯ সালে আমার শেষ সিনেমা‘শাহেনশাহ’মুক্তি পেয়েছিল। এরপর আজ এতো মানুষের সামনে আসা। ধন্যবাদ র্যাবকে, এই বিগ বাজেটের ছবিতে সুযোগ করে দেয়ার জন্য।
২ বছর আগে