বিরুদ্ধে
সাভারে শেখ হাসিনাসহ ১২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
সাভারে একাদশ শ্রেণির ছাত্র আবদুল আহাদ সৈকত হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সাভারে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবদুল আহাদ সৈকতকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলাটি করেন সাভার পৌর এলাকার শাহীবাগের বাসিন্দা ও নিহতের বাবা নজরুল ইসলাম।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান শুক্রবার (২৩ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: হাসিনা-সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে হত্যা মামলা
মামলার এজাহারে বলা হয়, একাদশ শ্রেণির ছাত্র সৈকত গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন।
সাভার থানা রোডের মুক্তির মোড়ে তাকে পিটিয়ে ও গুলি করে গুরুতর আহত করা হয়। অন্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলায় আরও উল্লেখ করা হয় শেখ হাসিনাসহ মামলার এজাহারে থাকা এক থেকে ১০ নম্বর আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুকুম দিয়ে আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের দিয়ে সৈকতকে হত্যা করেছে।
সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান জানান এ মামলার তদন্ত চলছে।
আরও পড়ুন: হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল-রূপা
২ মাস আগে
দ্রুত দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রিজভীর
পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর মধ্যে যারা শেখ হাসিনার সৃষ্ট অপরাধের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে।’
বুধবার (১৪ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, সরকারের পক্ষ থেকে যারা নিরীহ মানুষকে হত্যা করতে পুলিশ বাহিনীকে উসকানি দিয়েছে তাদেরও দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিক্ষোভ ও আন্দোলন দমনে পুলিশের শর্টগানের মতো নৃশংস অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করাও সরকারের দায়িত্ব।
রিজভী বলেন, বর্তমান সরকার যেহেতু শিশু-তরুণদের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে তাই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র তাদের নানা অর্জন পেছনে ফেলে এসেছে। ‘আমরা হাসপাতালে নিষ্পাপ শিশুদের কান্নাকাটি করতে দেখছি এটা শেখ হাসিনার অর্জন।’
বিএনপির এই নেতা বলেন, শর্টগানের গুলি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম মার খেয়ে ১২ বছরের শিশু থেকে ২৪ বছর বয়সী তরুণরা এখনও ঢাকা শহরের সরকারি হাসপাতালগুলোতে বাঁচার জন্য চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, ‘এই ভয়াবহ বর্বরতা সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি গণতন্ত্রকামী মানুষের কণ্ঠরোধ করতে এবং পুলিশকে প্রাণঘাতী অস্ত্রে সুসজ্জিত করে সমগ্র বাংলাদেশকে স্তব্ধ করে দিতে দমন করেছিলেন।’
রিজভী বলেন, ভয়ংকর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিল।
আরও পড়ুন: বৃহস্পতিবার ৮০ বছরে পা দিচ্ছেন খালেদা জিয়া
তিনি বলেন, 'এ অবস্থায় যে সকল শিক্ষার্থীর রক্ত ঝরেছে, দেশবাসীর মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’
ঢাকা মহানগরীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে যারা গুরুতর আহত হয়েছেন এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপির এই জেষ্ঠ নেতা।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশিদকে সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলি ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত রোগীদের দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল।
‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে রিজভীসহ বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলি ও আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় আহত রোগীদের দেখতে হাসপাতালে যান।আরও পড়ুন: ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যালঘু নির্যাতনের অলীক কাহিনী প্রচার: ফখরুল
৩ মাস আগে
কোভিড টেস্ট জালিয়াতি: সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
রিজেন্ট হাসপাতালের ভুয়া কোভিড টেস্ট করানোর অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীর অভিযোগ থেকে আসামিদের নাম বাদ দেওয়ার আবেদন নাকচ করে দিয়ে এ আদেশ দেন।
আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাহেদের তিন বছরের কারাদণ্ড
মামলার অন্য আসামিরা হলেন- দীপায়ন বসু, অনিন্দ্য দত্ত, মাসুদ পারভেজ ও মো. মিজানুর রহমান। মামলা দায়েরের পর থেকে দীপায়ন ও অনিন্দ্য পলাতক।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা ঢাকা মেট্রোরেলের ৭৬ জন শ্রমিকের জন্য ভুয়া কোভিড-১৯ সনদ ইস্যু করে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই একেএসআইডি করপোরেশন লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।
পরে ২০২১ সালের ৩০ মে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: রিজেন্ট সাহেদের জামিন বহাল, মামলা নিষ্পত্তির নির্দেশ
৫ মাস আগে
বাংলা টিভির সাংবাদিককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
বাংলা টিভির স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামে এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে। বুধবার (১৮ অক্টোবর) ঘটনাটি ঘটে।
রসাংবাদিককে মারধরের ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি আটক
পুলিশের এ ধরনের আচরণে ঢাকা জেলা প্রেস ক্লাব, কেরানীগঞ্জ প্রেস ক্লাব, নবাবগঞ্জ ও দোহার প্রেস ক্লাবের সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ ছাড়া ওই পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা।
এদিকে এ ঘটনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানান, এরই মধ্যে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত জাজিরা পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, বিভাগীয় তদন্ত করে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আহত সাংবাদিককে চিকিৎসার জন্য ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: জাবি ছাত্রাবাসে সাংবাদিককে মারধর
গণধর্ষণের সংবাদ প্রকাশ, কুমিল্লায় ২ সাংবাদিককে মারধর
১ বছর আগে
অসাধু ব্যবসায়ীদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান: রাষ্ট্রপতি
দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর লোভ এবং রাতারাতি বড় হয়ে ওঠার চেষ্টা দেশের ব্যবসার উপর বিরূপ প্রভাব ফেলছে এবং জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১২টি শিল্প ইউনিটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আরও পড়ুন: পাবনা উন্নয়ন ফাউন্ডেশনের সংবর্ধনায় একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
সাহাবুদ্দিন বলেন, ব্যবসায়ীদের একটি অংশ মিথ্যা তথ্য ও নথির মাধ্যমে ব্যবসায়ী, উৎপাদক ও আমদানিকারকদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার অপব্যবহার করছে। এ পরিবেশে সৎ ও ভালো ব্যবসায়ীরা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।
সরকার সবসময় সৎ ব্যবসায়ীদের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা করা সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা। সরকার শুধু সেটাই করতে চায়।
রাষ্ট্রপতি ভারি, মাঝারি, ক্ষুদ্র, কুটির ও উচ্চ প্রযুক্তি শিল্পের মালিকদের হাতে পুরস্কার, ক্রেস্ট, অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন।
সংশ্লিষ্ট খাতে অসামান্য অবদানের জন্য ছয়টি ক্যাটাগরিতে মোট ১২টি শিল্প ইউনিটকে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্ডাস্ট্রিয়াল অ্যাওয়ার্ড ২০২২' দেওয়া হয়।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে রানার অটোমোবাইলস লিমিটেড প্রথম, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড, মাঝারি শিল্প ক্যাটাগরিতে নিতা কোম্পানি লিমিটেড প্রথম এবং নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড দ্বিতীয় স্থান অর্জন করেছে।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে হযরত আমানত শাহ স্পিনিং মিলস লিমিটেড, দ্বিতীয় হয়েছে বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং তৃতীয় হয়েছে টেকনো মিডিয়া লিমিটেড।
এছাড়া ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং কুটির শিল্প ক্যাটাগরিতে শামসুন্নাহার টেক্সটাইল মিলস নির্বাচিত হয়েছে।
হাই-টেক ইন্ডাস্ট্রিজ ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম এবং সুপার স্টার ইলেকট্রিক্যাল এক্সেসরিজ লিমিটেড দ্বিতীয় স্থান অর্জন করেছে।
আরও পড়ুন: মালদ্বীপের নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামালের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
১ বছর আগে
হবিগঞ্জে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে বিএনপির ৩০০ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। সিলেট বিভাগীয় সমাবেশের প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বুধবারের সংঘর্ষের ঘটনায় এ মামলা করা হয়।
বৃহস্পতিবার ভোরে লাখাই থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং ও অজ্ঞাত আরও ২৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিকে গাউসকেও আসামি করা হয় মামলায়।
আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
এর আগে, বুধবার সিলেট বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে বামই বাজারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হন।
পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে।
এদিকে বানিয়াচং থানায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এছাড়া জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ জানান, সরকার বিরোধী গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়।
বিএনপি নেতা সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, সিলেটের সমাবেশ বন্ধের উদ্দেশ্যে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হয়রানি করছে।
আগামী ১৯ নভেম্বর সিলেট জেলায় বিভাগীয় সরকারবিরোধী গণসমাবেশ করার কথা রয়েছে বিএনপির।
আরও পড়ুন: নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
সিলেটে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগকর্মীর মামলা
২ বছর আগে
সিলেটে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগকর্মীর মামলা
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বুধবার সকালে (১৬ নভেম্বর) স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় সাড়ে তিনশ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২৪ জনের নাম উল্লেখ করে ও বাকিদের অজ্ঞাত রেখে ওসমানীনগর থানায় মামলা করেন গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সংগঠনিক সম্পাদক ও উপজেলার শশারকান্দি গ্রামের মৃত এলাইচ মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)।
রিপন মামলায় উল্লেখ করেন- জন্মদিন উপলক্ষে রিপন তার কয়েকজন বন্ধুদের নিয়ে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালাবাজারের সাজু রেস্টুরেন্টের সামনে আরও কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এসময় গোয়ালাবাজারের দক্ষিণ দিকে থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে হঠাৎ রিপন ও তার বন্ধুদের উপর হামলা চালায়। এসময় হামলকারীদের মারপিটে রিপন আহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
এ ঘটনায় পুলিশ পরে উপজেলার ইছামতি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে ফয়ছল আহমদ লিমন (২৭) ও রবিদাস সোনারপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. নুরুল ইসলাম (৩২) নামের দু’জনকে গ্রেপ্তার করে। বুধবার তাদের আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার লিমন ও নুরুল ছাড়াও মামলায় অজ্ঞাতনামা ২০০থেকে ৩০০জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে ওসানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, গ্রেপ্তার দু’জনকে যুবলীগ নেতার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ওসমানীনগরের বিভিন্ন এলাকায় ১৯ নভেম্বরের সিলেটের বিভাগীয় মহাসমাবেশের প্রচারপত্র বিলি করতে আসেন।
বিকালে উপজেলার স্থানীয় উত্তর গোয়ালাবাজারের নিউ প্লাজার সামনে প্রচারপত্র বিলি করতে গেলে সেখানে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানা যায়।
আরও পড়ুন: কক্সবাজারে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সাংবাদিক রোজিনার মামলায় ডিবির প্রতিবেদনে শুনানি ১৫ জানুয়ারি
২ বছর আগে
রাজশাহীতে শিশুকে হত্যার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে
রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে তিন বছরের এক শিশুকে হত্যার পরে বস্তাবন্দি করে রাখার অভিযোগ উঠেছে আরেক শিশুর বিরুদ্ধে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্রতিবেশির বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ।
মৃত সুমাইয়া মাহি (৩) উপজেলার আলোকছত্র গ্রামের মিলন খানের মেয়ে।
অভিযুক্ত হিযবুল্লাহ আব্বাস মিম (১২) একই এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে ও সপ্তম শ্রেণীর ছাত্র। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আরও পড়ুন: জয়পুরহাটে বিরোধের জেরে শিশু হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিহত শিশুর পরিবার জানায়, বুধবার সকাল থেকে মাহি বাড়ি থেকে নিখোঁজ হয়। অভিযুক্ত মিম নিহত মাহিকে বাসায় নিয়ে গিয়ে আনুমানিক বেলা ১১ টার দিকে হত্যা করে ওই বাসার মধ্যেই লাশ বস্তাবন্দি করে লুকিয়ে রাখে। হিযবুল্লাহ আব্বাসের মা জাহানারা বেগম একজন স্কুল শিক্ষিকা। তিনি বিকালে বাসায় আসলে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে সেটিকে লুকানোর চেষ্টা করে। এরই মাঝে নিহতের ভাই,বাবা ও গ্রামের লোকজন তার বাসায় খুঁজতে গেলে বিষয়টি জানতে পারে। পরে পুলিশকে খবর দিলে গোদাগাড়ী মডেল থানা পুলিশ হিযবুল্লাহ আব্বাসের বাড়ির থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে ও অভিযুক্ত হিযবুল্লাহ আব্বাস মিমকে আটক করে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের সময় নিহত মাহি খাতুনের গলায় তার দিয়ে বাঁধা ছিলো। এছাড়াও চাকু দিয়ে দুই পায়ের রগ কাটা হয়। হত্যায় ব্যবহৃত চাকুটি লুকিয়ে রাখা হয় তবে পুলিশ তা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি জানান, অভিযুক্ত হিযবুল্লাহ আব্বাস মিম হত্যার দায় স্বীকার করেছে। তাকে আটক করা হয়েছে। এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন: গাইবান্ধায় শিশু হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড বহাল, ২ জন খালাস
সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু হত্যা মামলায় চাচাসহ ২ জনের যাবজ্জীবন
২ বছর আগে
হবিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে উপজেলা বিএনপির দেড়শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বানিয়াচং থানার উপপরিদর্ক (এসআই )শামসুল আরেফিন।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
পুলিশের দাবি, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজলা সদরের এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশের হামলায় বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহতের অভিযোগ
পুলিশ আরও দাবি করে, বিএনপি নেতারা অস্ত্র নিয়ে বৈঠকে বসেছিলেন।
বিএনপি জানায়, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে তারা প্রচার শেষে চায়ের দোকনে গিয়েছিলেন।চায়ের দোকান থেকে কোনো অপরাধ ছাড়াই উপজলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির খানকে গ্রেপ্তার করে পুলিশ।
অপর দিকে পুলিশ জানায়, বুধবার রাতে বিএনপির নেতা–কর্মীদের হামলায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, উপপরিদর্শক (এসআই) আতিক, কনস্টবল বাবুল, বাদশা ও দেলোয়ার আহত হন তারা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতশতাধিক ব্যক্তিকে আসামি করে মমলাটি করা হয়েছে বলে জানান বানিয়াচং থানার উপপরিদর্শক শামসুল আরেফিন ।
তবে হবিগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছ বলেন, পুলিশ অন্যায়ভাবে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির খানকে গ্রেপ্তার করেছে। সিলেটের গণসমাবেশকে ঘিরে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচারপত্র বিলি করছিলেন। পরে তারা এক বিএনপি নতার দোকানে চা পান করতে যান। পুলিশ সেখানে হানা দিয়ে জাহির খানকে ধরে নিয়ে গেছে।
পুলিশ জনস্বার্থ বিরোধী এ কাজ করেছে বলে বিএনপি নেতাকর্মীদের দাবি।
আরও পড়ুন: সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণ গর্জন করছে: ফখরুল
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. জাহিদ, সদস্য সচিব কাদের গণি
২ বছর আগে
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। এখন আমরা আপিল দায়ের করবো। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে।’
আরও পড়ুন: মির্জা আব্বাসের দুর্নীতির মামলার বিচার চলবে: আপিল বিভাগ
গত ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট।
আদালত বলেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১ (১) ধারা বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি।
জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ সেদিন এ রায় ঘোষণা করেন।
পরে রাষ্ট্রপক্ষের আবেদনে গত ১ সেপ্টেম্বর হাইকোর্টের দেয়া ওই রায় স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়।
সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে যা আজ মঞ্জুর করেন আপিল বিভাগ।
২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারায় বলা হয়, ‘কোনও সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হবার আগে, তাকে গ্রেপ্তার করতে হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।’
পরে আইনের ওই ধারা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী সরোয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভূঁইয়া ও মাহবুবুল ইসলাম রিট দায়ের করেন।
সে রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ৪১ (১) ধারা কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না এবং ধারাটি কেন সংবিধানের ২৬ (১) (২), ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
আরও পড়ুন: খালাস চেয়ে ডিআইজি প্রিজন বজলুর রশিদের আপিল
২১ আগস্ট গ্রেনেড হামলা: ডেথরেফারেন্স ও আপিল শুনানির দিন ধার্য হতে পারে সোমবার
২ বছর আগে