হবিগঞ্জে বিএনপির ৩০০ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। সিলেট বিভাগীয় সমাবেশের প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বুধবারের সংঘর্ষের ঘটনায় এ মামলা করা হয়।
বৃহস্পতিবার ভোরে লাখাই থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং ও অজ্ঞাত আরও ২৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিকে গাউসকেও আসামি করা হয় মামলায়।
আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
এর আগে, বুধবার সিলেট বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে বামই বাজারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হন।
পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে।
এদিকে বানিয়াচং থানায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এছাড়া জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ জানান, সরকার বিরোধী গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়।
বিএনপি নেতা সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, সিলেটের সমাবেশ বন্ধের উদ্দেশ্যে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হয়রানি করছে।
আগামী ১৯ নভেম্বর সিলেট জেলায় বিভাগীয় সরকারবিরোধী গণসমাবেশ করার কথা রয়েছে বিএনপির।