ত্রিশাল
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে তিনতলার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পৌর শহরের গোহাটা মোড়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) কামাল হোসেন জানান, শনিবার রাতে দুই শ্রমিক পৌর শহরের গোহাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুইজন।
আরও পড়ুন: চট্টগ্রামে ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
পরে স্থানীয়রা আহত সুমন ও নূর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নূর মোহাম্মদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে নূর মোহাম্মদও মারা যান।
ওসি আরও জানান, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
৯ মাস আগে
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৩
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে মহাসড়কের ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইমতিয়াজ আলী ছেলে মোফাজ্জল হোসেন (২৮) ও একই এলাকার নাইম মিয়ার স্ত্রী পপি আক্তার (২২) ও নাছির উদ্দিনের ছেলে সিএনজিচালক হাবিবুর রহমান (৩৫)।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত
ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে ত্রিশালগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান, মোফাজ্জাল হোসেন ও পপি আক্তার মারা যান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি ও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বাস চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: কক্সবাজারে বাসচাপায় দুই শিশু নিহত
বগুড়ায় বাসচাপায় আওয়ামী লীগ নেতা নিহত
১১ মাস আগে
ত্রিশালে বাসচাপায় ৬ জন পোশাককর্মী নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বাসচাপায় ৬ জন পোশাককর্মী নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
বু্ধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ত্রিশালের জেসমিন আক্তার (৩৫), সিরাজুল ইসলাম (৪০), সোহেল মিয়া (২৮) ও সদর উপজেলার লিটন মিয়া (৩০)। হতাহতরা সবাই পোশাককর্মী বলে প্রাথমিকভাবে জানা যায়।
আরও পড়ুন: মানিকগঞ্জে ধাক্কায় লেগুনা খাদে পড়ে নিহত ৪
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে নিয়ে যাত্রী তুলছিল।
এ সময়ে পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আহত ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২
১ বছর আগে
মানবতাবিরোধী অপরাধ ত্রিশালের ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ময়মনসিংহের ত্রিশালের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্যরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন- ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, হরমুজ আলী ও আব্দুস সাত্তার। পলাতক আছেন ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল।
আরও পড়ুন: প্রেমিকসহ স্ত্রীকে খুন, স্বামীর আমৃত্যু কারাদণ্ড
আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।
২০১৫ সালের ১৯ মে জাতীয় পাটির এমপি হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলায় জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রব্বানীকে আসামি করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মতিউর রহমান ২০১৫ সালের ২৮ জুলাই থেকে ২০১৬ সালের ১১ জুলাই পর্যন্ত তদন্ত কাজ সম্পন্ন করেন। তদন্তে আরও পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় এ মামলার আসামি করা হয় মোট আটজনকে।
আসামিরা হচ্ছেন-এম এ হান্নান, এম এ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, মিজানুর রহমান মিন্টু, মো. হরমুজ আলী, ফখরুজ্জামান, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।
একই বছরের ১ অক্টোবর প্রসিকিউশনের আবেদনক্রমে এ মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে ওইদিনই ঢাকায় গ্রেপ্তার হন এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ। ময়মনসিংহ সদর ও ত্রিশালে গ্রেপ্তার হন বাকি তিনজন।
আরও পড়ুন: চট্টগ্রামে উপজাতি তরুণীকে ধর্ষণ, মুদি দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড
এর মধ্যে কারাবন্দী থাকা অবস্থায় এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ এবং অপর এক আসামি মিজানুর রহমান মন্টু মারা গেছেন। বাকি জীবিত পাঁচজনের মধ্যে তিনজন কারাগারে বাকি দুইজন পলাতক রয়েছেন।
আনুষ্ঠানিক অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ২১ এপ্রিল থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ত্রিশাল উপজেলায় তারা অপরাধগুলো সংঘটিত করেন বলে অভিযোগে বলা হয়েছে। ২০১৬ সালের ১১ জুলাই হান্নানসহ আটজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা।
এ মামলায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর এমপি হান্নানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৭ মে এ মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার শেষে ২০২২ সালের ২৩ নভেম্বর রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। আর ১৬ ফেব্রুয়ারি রায়ের জন্য সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবকের ১১ বছর কারাদণ্ড
১ বছর আগে
ময়মনসিংহের ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন ট্রাকের হেলপার (অজ্ঞাত) এবং অপরজন ওই উপজেলার ধানীখোলা গ্রামের জিন্না মিয়ার ছেলে ভ্যানচালক মিলন মিয়া (২৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার বৈলর বাজার সংলগ্ন এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো ছিল। ঠিক একই পাশে ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন থেকে দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিয়ে আরেকটি ভ্যানের উপর আছড়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই চলন্ত ট্রাকের হেলপার (অজ্ঞাত) ও ভ্যানচালক মিলন মিয়ার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২৪
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, রাস্তায় দাঁড়ানো ট্রাককে আরেকটি চলন্ত ট্রাক ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত একজন ট্রাকের হেলপার এবং একই ঘটনায় আরেকজন ভ্যানচালক মিলন মিয়া ভ্যান নিয়ে পাশ দিয়ে যাবার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ১৩
১ বছর আগে
মানবতাবিরোধী অপরাধে ৬ জনের মৃত্যুদণ্ড
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালের ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোখলেসুর রহমান মুকুল, সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার। দণ্ডপ্রাপ্তদের সকলেই পলাতক আছেন।
আরও পড়ুন: অবসরের পরই সরকারি কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট
এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল।
এর আগে এই মামলার রায় ঘোষণার জন্য সোমবার দিন ঠিক করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় সোমবার রায় ঘোষণা করা হলো।
ব্যারিস্টার তাপস কান্তি বল জানান, এ মামলায় মোট ৯জন আসামি ছিলেন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন দু’জন।
কারাগারে থাকা দু’জন ও পলাতক একজনসহ মোট তিনজন মারা গেছেন। আর বাকি ছয় জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়।
২০১৮ সালের ১২ জুলাই দাখিল করা হয় এসব অভিযোগ। এরপর একই বছরের ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম।
আর সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি। এদিকে মামলার তদন্ত কর্মকর্তাসহ (আইও) রাষ্ট্রপক্ষের মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
এরপর ২০২০ সালের ৫ জানুয়ারি এই সাক্ষ্য শেষে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয়। যা শেষ হয় গত ৫ ডিসেম্বর।
এরপর মামলায় রায় ঘোষণার জন্য সিএভি (অপেক্ষমাণ) রাখেন আদালত।
এর আগে ২০১৭ সালের ২৬ জানুয়ারি তদন্ত শুরু হয়। এরপর একই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত শেষে প্রতিবেদন প্রস্তুত করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ত্রিশালের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মো. আনিছুর রহমান মানিকসহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত করা হয়।
যাতে তাদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়।
আরও পড়ুন: কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগ না দেয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টের তলব
বিচারকের বিরুদ্ধে অশ্লীল স্লোগান: ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব
১ বছর আগে
পৃথিবীতে এসেই দুর্ঘটনায় মা-বাবা-বোনকে হারালো!
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় বাবা-মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বেলা আড়াইটায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যুর ঠিক আগে অন্তঃসত্ত্বা মা সড়কেই মেয়ে নবজাতকের জন্ম দেন। নবজাতকটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহতেরা হলো- জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও তাদের কন্যা জান্নাত আরা (আড়াই বছর)।
স্থানীয়রা জানায়, ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রাম থেকে জাহাঙ্গীর আলম তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ট্রাকটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একই পরিবারের জাহাঙ্গীর আলম, তার স্ত্রী রত্না বেগম ও তার মেয়ে জান্নাত মারা যায়। অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেটে থাকা নবজাতক শিশু চাপ খেয়ে রাস্তায় প্রসব হয়। নবজাতক মেয়ে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। চিকিৎসক নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ট্রাক একই পরিবারের তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হয়। ভুমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫
কলকাতায় সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রীর মৃত্যু
২ বছর আগে
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাত জন নিহত হয়েছে। আর পাঁচজন আহত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় একটি বেপরোয়া গতি সম্পন্ন ট্রাক যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফজলুল হক (৩৫), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুড় নজরুল ইসলাম (৫৫)। নিহত দুই জনের পরিচয় সনাক্ত করা যায়নি।
আর আহত পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় এবং হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের চারজন একই পরিবারের সদস্য। তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: খুলনায় চালকদের প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে দুর্ঘটনা বাড়ছে
বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর বাবা নিহত
৩ বছর আগে
ময়মনসিংহে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১৬
ঘন কুয়াশার কারণে ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় ৪টি বাস-ট্রাকের সংঘর্ষে শেরপুর চেম্বার ওয়ান বাসের হেলপার বাবু মিয়া (২৮) নিহত ও ১৬ যাত্রী আহত হয়েছেন।
৪ বছর আগে