ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে মহাসড়কের ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইমতিয়াজ আলী ছেলে মোফাজ্জল হোসেন (২৮) ও একই এলাকার নাইম মিয়ার স্ত্রী পপি আক্তার (২২) ও নাছির উদ্দিনের ছেলে সিএনজিচালক হাবিবুর রহমান (৩৫)।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত
ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে মাছের আড়তের সামনে ত্রিশালগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান, মোফাজ্জাল হোসেন ও পপি আক্তার মারা যান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি ও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বাস চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: কক্সবাজারে বাসচাপায় দুই শিশু নিহত