মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪: বিদেশি কেন্দ্রে পাস ৮৫.৮৮%
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮টি আন্তর্জাতিক কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রশংসনীয়। বিদেশি কেন্দ্রের পরীক্ষার্থীদের পাসের হার ৮৫.৮৮ শতাংশ।
৩৪৭ পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। বিদেশি কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য এই ফলাফল উল্লেখযোগ্য অর্জন।
আরও পড়ুন: এসএসসি: এবার পাসের হার বেড়েছে ২.৬৫ শতাংশ
এর মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ১০০ শতাংশ।
প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এই আন্তর্জাতিক কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। বিদেশি কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: এসএসসি: ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
৬ মাস আগে
ঘূর্ণিঝড় মোখা: পাঁচটি বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি বোর্ডের অধীনে রবিবারের (১৪ মে) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পাঁচটি বোর্ড হলো-চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ড।
শুক্রবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লিখিত শিক্ষা বোর্ড ছাড়াও বাকি বোর্ডগুলোর পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে ঘোষণা করা হবে বলেও এতে বলা হয়েছে।
আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে: আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় মোখা: কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার, বেড়েছে ঘূর্ণন
১ বছর আগে
এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৩ এর রুটিন প্রকাশিত হয়েছে। সোমবার সব শিক্ষা বোর্ডের রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রুটিন অনুযায়ী, ৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু
১ বছর আগে
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য জানান।
এর আগে গত বছর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, আগের শিক্ষাবর্ষের মতোই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সিলেটে পুনঃনিরীক্ষণে ৪১ এসএসসি পরীক্ষার্থীর পাস
দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত বছরের ১৫ সেপ্টেম্বর।
সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ এর কারণে গত দুই বছরে এই পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ১৫৫ জন ফেল থেকে পাশ!
এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার বিষপানে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।
আত্মহননকারী শিক্ষার্থীর নাম শ্রাবন্তী রানী(১৫)। সদর উপজেলার মোলানীপাড়া গ্রামের রমেশ চন্দ্রের মেয়ে তিনি।
আরও পড়ুন: গোয়ালন্দে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা!
মথুরাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ওই শিক্ষার্থী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন জানান, শ্রাবন্তী পরীক্ষায় পাস করতে না পারায় তার পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করে।
এরপর কীটনাশক খেয়ে শ্রাবন্তী আত্মহত্যা করেন বলে জানান ওসি।
আরও পড়ুন: ময়মনসিংহে জিপিএ-৫ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!
সিলেটে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যার অভিযোগ
১ বছর আগে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (সোমবার) দুপুরে প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টায় ফলাফল প্রকাশের উদ্বোধন করবেন বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে জানিয়েছেন।
তপন আরও জানান, দুপুর ১টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এবারের এসএসসি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে। সাইট থেকে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে পৃথক ফলাফল শিট ডাউনলোড করা যেতে পারে।
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৮ নভেম্বর
শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও তাদের ফলাফল দেখতে পারবে। এসএসসি ফলাফল পেতে, শিক্ষার্থীদের এসএসসিবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষররোল নম্বরপাশের বছর টাইপ করতে হবে এবং 16222 নম্বরে পাঠাতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের ইআইআই এন নম্বর সহ ফলাফল পত্র ডাউনলোড করতে পারবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে মাদরাসা (দাখিল) ও কারিগরি শিক্ষাসহ ১১টি বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
সব শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও দেশে বন্যা পরিস্থিতির কারণে ১৭ জুন স্থগিত করা হয়েছিল।
এর আগে, করোনভাইরাস মহামারির কারণে এটি প্রায় চার মাস পিছিয়েছিল। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা
১ বছর আগে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৮ নভেম্বর
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৮ নভেম্বর (সোমবার)।
সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: এ বছর এসএসসি পরীক্ষা ১১টায় শুরু হবে: শিক্ষামন্ত্রী
মাদ্রাসা (দাখিল) ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
আরও পড়ুন: প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
‘এইচএসসির বিতর্কিত প্রশ্ন তৈরিতে জড়িত যশোর বোর্ডের শিক্ষকদের শোকজ করা হবে’
২ বছর আগে
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
সারাদেশে বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
যানযট এড়াতে এবারের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হয়েছে।
রাজধানীর বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক অভিভাবকদের দেখা গেছে, যা আশেপাশে যানজটের সৃষ্টি করেছে।
এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় হবে। পরীক্ষার এমসিকিউ অংশের সময়কাল ২০ মিনিট এবং লিখিত অংশ এক ঘন্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ১৮ অক্টোবর শেষ হবে।
এ বছর প্রায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন।
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৫৩ হাজার ৬৬২ পরীক্ষায় অংশ নেবে।
সারাদেশে এসএসসি পরীক্ষার জন্য প্রায় তিন হাজার ৭৯০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও দেশের বন্যা পরিস্থিতির কারণে ১৭ জুন তা স্থগিত করা হয়।
এর আগে করোনাভাইরাসের কারণে এই পরীক্ষা চারমাস পিছিয়ে দেয়া হয়েছিল। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু কাল, ঢাকায় বৃষ্টি-যানজটের শঙ্কায় পরীক্ষার্থীরা
সারা দেশের সকল কোচিং সেন্টার ২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে হাতে সময় রেখেই বাসা থেকে বের হতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
বুধবার এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে বিগত কয়েকদিন ধরে ঢাকার অনেক সড়কে যানজটে খুবই ধীরগতিতে যান চলাচল করছে। পাশাপাশি সড়কে নির্মাণ কাজের জন্য করা বড় বড় গর্তগুলো বৃষ্টির পানিতে ভরে গেছে।
এমতাবস্থায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় যানজট এড়াতে যত আগে সম্ভব এসএসসি পরীক্ষার্থীদের যাত্রা শুরু করতে অনুরোধ করা হয় বিবৃতিতে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, রুটিন প্রকাশ
২ বছর আগে
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
সারাদেশে বন্যার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে।
যানযট এড়াতে এবারের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হবে।
এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় হবে। পরীক্ষার এমসিকিউ অংশের সময়কাল ২০ মিনিট এবং লিখিত অংশ এক ঘন্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।
এ বছর প্রায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৫৩ হাজার ৬৬২ পরীক্ষায় অংশ নেবে।
আরও পড়ুন: এ বছর এসএসসি পরীক্ষা ১১টায় শুরু হবে: শিক্ষামন্ত্রী
সারাদেশে এসএসসি পরীক্ষার জন্য প্রায় তিন হাজার ৭৯০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও দেশের বন্যা পরিস্থিতির কারণে ১৭ জুন তা স্থগিত করা হয়।
এর আগে করোনাভাইরাসের কারণে এই পরীক্ষা চারমাস পিছিয়ে দেয়া হয়েছিল। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।
সারা দেশের সকল কোচিং সেন্টার ২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, রুটিন প্রকাশ
এদিকে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে হাতে সময় রেখেই বাসা থেকে বের হতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
একটি বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে বিগত কয়েকদিন ধরে ঢাকার অনেক সড়কে যানজটে খুবই ধীরগতিতে যান চলাচল করছে।
পাশাপাশি সড়কে নির্মাণ কাজের জন্য করা বড় বড় গর্তগুলো বৃষ্টির পানিতে ভরে গেছে।
এমতাবস্থায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় যানজট এড়াতে যত আগে সম্ভব এসএসসি পরীক্ষার্থীদের যাত্রা শুরু করতে অনুরোধ করা হয় বিবৃতিতে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু কাল, ঢাকায় বৃষ্টি-যানজটের শঙ্কায় পরীক্ষার্থীরা
২ বছর আগে