ইডিএফ
সালমান এফ রহমানকে ৩০ মিলিয়ন ডলার দেওয়ার অভিযোগ ওঠায় কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
সালমান এফ রহমানকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ৩০ মিলিয়ন ডলার দেওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তা।
সোমবার (১২ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফআইডি) পদত্যাগপত্র জমা দেন তারা।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন- ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশিদ আলম, পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস।
সোমবার দুপুর ১টার মধ্যে এই কর্মকর্তাদের পদত্যাগের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৪ আগস্ট ইডিএফের ত্রিশ মিলিয়ন ডলার অবৈধভাবে ঋণ দেওয়ার সঙ্গে শীর্ষ কর্মকর্তারা জড়িত, তাই যত দ্রুত সম্ভব তাদের পদত্যাগ করতে হবে।
এই আল্টিমেটামের পর এফআইডি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন ওই চার কর্মকর্তা।
দুই ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান এফআইডি সচিবের কাছে এবং পলিসি অ্যাডভাইজার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষার্থীদের সমন্বয়ক মহিউদ্দিন অভিযোগ করেন, গত ৪ আগস্ট ইডিএফ তহবিল থেকে তিন মিলিয়ন ডলার আত্মসাৎ করেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান।
তিনি আরও বলেন, ‘তাদের সহযোগীরা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে থাকলে রাষ্ট্রের টাকা আবার লুট হয়ে যাবে। টাকা পেলে তারা অস্ত্র কিনে ছাত্র-জনতাকে হত্যা করবে। দেশকে অস্থিতিশীল করে তুলবে।’
২ মাস আগে
কিস্তিতে ইডিএফ ঋণ পরিশোধ করা যাবে
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ পরিশোধের জন্য একটি কিস্তি সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে সম্পূর্ণ ঋণ তিন কিস্তিতে পরিশোধ করা যাবে, যা আগে একবারেই পরিশোধ করতে হতো।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সমস্ত অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রপ্তানিকারকরা আংশিকভাবে ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে পারবে। ঋণের মেয়াদে সর্বাধিক দুটি আংশিক পরিশোধ সম্পন্ন করা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণের মেয়াদে অবশিষ্ট দায় একযোগে পরিশোধ করতে হবে। অর্থাৎ রপ্তানিকারকরা তিন কিস্তিতে পুরো ঋণ পরিশোধ করতে পারবে।
খাত সংশ্লিষ্টরা বলেছেন, একই সময়ে রপ্তানি আয় পাওয়া যায় না বলে রপ্তানিকারকদের একবারে পরিশোধ নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল।
আরও পড়ুন: প্রবাসীরা ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না: বাংলাদেশ ব্যাংক
এমতাবস্থায় রপ্তানিকারকরা নতুন নির্দেশনায় রপ্তানি আয় পাওয়ার পরই আংশিকভাবে কিস্তিতে ইডিএফ দায় পরিশোধ করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক ইডিএফের অধীনে কাঁচামাল আমদানির জন্য রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা সহায়তা প্রদান করে। একটি ইডিএফের ঋণের মেয়াদ ১৮০ দিন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো যাবে।
আরও পড়ুন: ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
সুইস ব্যাংকের কাছে একাধিকবার অর্থ পাচারের তথ্য চেয়েছে বিএফআইইউ: বাংলাদেশ ব্যাংক
২ বছর আগে