রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ পরিশোধের জন্য একটি কিস্তি সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে সম্পূর্ণ ঋণ তিন কিস্তিতে পরিশোধ করা যাবে, যা আগে একবারেই পরিশোধ করতে হতো।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সমস্ত অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রপ্তানিকারকরা আংশিকভাবে ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে পারবে। ঋণের মেয়াদে সর্বাধিক দুটি আংশিক পরিশোধ সম্পন্ন করা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণের মেয়াদে অবশিষ্ট দায় একযোগে পরিশোধ করতে হবে। অর্থাৎ রপ্তানিকারকরা তিন কিস্তিতে পুরো ঋণ পরিশোধ করতে পারবে।
খাত সংশ্লিষ্টরা বলেছেন, একই সময়ে রপ্তানি আয় পাওয়া যায় না বলে রপ্তানিকারকদের একবারে পরিশোধ নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল।
আরও পড়ুন: প্রবাসীরা ১০ হাজার ডলারের বেশি কাছে রাখতে পারবেন না: বাংলাদেশ ব্যাংক
এমতাবস্থায় রপ্তানিকারকরা নতুন নির্দেশনায় রপ্তানি আয় পাওয়ার পরই আংশিকভাবে কিস্তিতে ইডিএফ দায় পরিশোধ করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক ইডিএফের অধীনে কাঁচামাল আমদানির জন্য রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা সহায়তা প্রদান করে। একটি ইডিএফের ঋণের মেয়াদ ১৮০ দিন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো যাবে।
আরও পড়ুন: ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
সুইস ব্যাংকের কাছে একাধিকবার অর্থ পাচারের তথ্য চেয়েছে বিএফআইইউ: বাংলাদেশ ব্যাংক