পৃথক স্থান থেকে
ফরিদপুরে পৃথক স্থান থেকে ২জনের লাশ উদ্ধার
ফরিদপুরের সালথায় সোমবার পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিন দুপুর ২ টার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে জেবা আক্তার (২১) এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জেবা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের খসরু মোল্যার মেয়ে ও একই গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুন: বাগেরহাটে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেবা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
জেবার বাবার বাড়ির লোকজনের দাবি তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে শ্বশুর বাড়ির লোকজন।
তবে শ্বশুর বাড়ির লোকজনের দাবি, সে আত্মহত্যা করেছে।
একইদিন বিকালে উপজেলার জয়ঝাপ গ্রাম থেকে হারুন শেখ (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে হারুন শেখকে খুঁজে পাচ্ছিলেননা তার পরিবার। পরে, সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় পরিত্যক্ত একটি বসতভিটার ছাপড়া ঘরে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় হারুন শেখের লাশ দেখতে পায় এলাকাবাসী।
পরে খবর পেয়ে বিকালে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
তবে, তিনি তিন বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পৃথক দুটি স্থান থেকে লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুইজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের রির্পোট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: থানার পাশে থেকে যুবকের লাশ উদ্ধার!
জয়পুরহাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে