ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২
বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা!
'ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব'। ফুটবল বিশ্বকাপের মাঠে ভারতীয়রা না থাকলেও মঞ্চে আছেন ঠিকই। নোরা ফাতেহি এর সাম্প্রতিক উদাহরণ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাম।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসান আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ট্রফি উন্মোচন করার দায়িত্ব পেলেন এই বলিউড সুন্দরী ৷
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
বিষয়টি নিয়ে ফিফার তরফ থেকে কোনো বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসেনি। তবে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী এই খবরই সত্যি হতে যাচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
দীপিকাকে এর আগেও বিশ্বের অনেক সম্মানজনক আসরে দেখা গেছে। কান ফিল্ম ফেস্টিভ্য়ালে জুরি হিসেবে ডাক পেয়েছিলেন তিনি। বেশকিছু বিদেশি ব্র্যান্ডের সঙ্গেও এই অভিনেত্রী। তবে এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের মত আসরের মঞ্চে উঠবেন দীপিকা।
আরও পড়ুন: ১৩ বার মনোনয়নের পর অবশেষে অস্কার পেলেন ডায়ান ওয়ারেন
মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির
২ বছর আগে
ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম
২০২২ এর ২০ নভেম্বর দিনটিকে সামনে রেখে গোটা ফুটবল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। কাতারের মত একটি আরব দেশ প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে সবচেয়ে বড় স্পোর্ট্স ইভেন্ট-ফিফা (ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন) বিশ্বকাপ। প্রতিটি স্টেডিয়ামে ফুটবলপ্রেমিদের জায়গাগুলো সুসজ্জিত থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস-এ রাখা সৌর-চালিত কুলিং প্রযুক্তি দিয়ে। এছাড়াও ৮টি স্টেডিয়ামের সবগুলোই হবে পরিবেশ বান্ধব এবং প্রশিক্ষণ সুবিধা সম্পন্ন। কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর স্টেডিয়ামগুলো হলো-আল বাইত, লুসাইল, আহমদ বিন আলী, আল জানুব, আল থুমামা, এডুকেশন সিটি, খলিফা ইন্টারন্যাশনাল ও স্টেডিয়াম-৯৭৪। ফুটবল বিশ্বকাপ মৌসুমের এই সূচনালগ্নে চলুন, এবার স্টেডিয়ামগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম
লুসাইল স্টেডিয়াম
দর্শক ধারণ ক্ষমতা: ৮০,০০০
মধ্য দোহা থেকে ২০ কিলোমিটার উত্তরে লুসাইল শহরে এই স্টেডিয়ামটির অবস্থান। এর উদ্বোধন হয়েছিলো ২০২২ এর ১১ আগস্ট আল রাইয়ান এবং আল আরাবির মধ্যকার কাতার স্টারস লিগের ম্যাচ দিয়ে। এখানে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল খেলা।
চারপাশের সাথে সামঞ্জস্য রেখে জাকজমক ভাবে নির্মিত এর অপরিমেয় অথচ সূক্ষ্ম নকশাটি এক অপার বিস্ময়। নকশাটি সমগ্র আরব এবং ইসলামিক বিশ্ব জুড়ে পাওয়া হাতে তৈরি বাটির। আর আলোক ছটা দেয়া আয়নাগুলো ফানার নামের আরব্য লণ্ঠনের অবয়বে তৈরি। সোনালী বাহ্যিক অংশটি পুরনো ধাতব হস্তশিল্পের প্রতিলিপির সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে আছে।
এখানে টুর্নামেন্টের মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের শেষ হলে স্টেডিয়ামটিকে কাতারের স্কুল, দোকান, ক্যাফে, খেলাধুলার সুবিধা এবং স্বাস্থ্য ক্লিনিকের একটি কমিউনিটি স্পেসে রূপান্তরিত করা হবে।
আল বাইত স্টেডিয়াম
দর্শক ধারণ ক্ষমতা: ৬০,০০০
দোহা থেকে ৩৫ কিলোমিটার উত্তরে আল খোর শহরে অবস্থিত এই স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছিলো ২০২১ এর ৩০ নভেম্বর ফিফা আরব কাপের প্রথম ম্যাচ দিয়ে। এখানে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। একটি সেমিফাইনাল সহ টুর্নামেন্টের মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে।
২ বছর আগে