গোগা সীমান্ত
শার্শার গোগা সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান এসব তথ্য জানান।
গ্রেপ্তার জালাল উদ্দিন (৩৫)বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির হেডকোয়ার্টারের একটি বিশেষ টহল দল গোগা বাজারের পাশে একটি ইটভাটার কাছ থেকে জালাল উদ্দিনকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে গোগা ক্যাম্পে নিয়ে যায়। এসময় তার স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫৩ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকা।
তিনি আরও জানান,গ্রেপ্তার জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫০টি স্বর্ণের বার জব্দ, ভারতীয় নাগরিক আটক
বেনাপোল সীমান্তে একজন আটক, ২০ স্বর্ণের বার জব্দ
চুয়াডাঙ্গায় ৫ স্বর্ণের বার জব্দ, আটক ২
২ বছর আগে