সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ
সাফ জেতার মধ্য দিয়ে মেয়েদের ফুটবল খেলা নিয়ে সমালোচনা জয় করেছি: সাবিনা
সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় সাবিনা ও তার মাকে সংবর্ধনা দেয়া হয় এবং তাদের হাতে নগদ ১ লাখ টাকা ও ক্রেস তুলে দেয়া হয়।
শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই উঞ্চ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় সাবিনা বলেন, ‘আমি আপ্লুত ও আন্দোলিত। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আমি মহাখুশি। ’
ফুটবল মাঠের ১২ বছরের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন,‘এত সহজ ছিল না। নানা সমালোচনা সহ্য করে আজ নারীদের এই জায়গা তৈরি করতে হয়েছে। ’
আরও পড়ুন: সাফ নারী চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা সেনাবাহিনীর
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শুরুতে যখন ফুটবল খেলতে শুরু করেছি তখন আমার পরিবার সাপোর্ট করলও পাড়া-প্রতিবেশিরা মেনে নেয়নি। নানা সমালোচনা করেছে তারা। আমরা যখন সাতক্ষীরা পিটিআই মাঠে অনুশীলন করতে যেতাম, তখন প্রায় নানা সমালোচনার মুখে পড়তাম। কিন্তু আজ সেই সমালোচনাকে জয় করতে পেরেছি। নারী ফুটবলকে দেশের মানুষ যে এতো ভালোবাসে তা বুঝতে পারিনি।’
সাবিনা সাতক্ষীরা জজ কোর্ট সংলগ্ন মেইন সড়ক থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানান জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক সাবিনার দাবি পুরণের আশ্বাস প্রদান করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এর আগে শুক্রবার ভোরে সাবিনা তার সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগস্থ বাড়িতে পৌঁছায়। ওই দিন সকাল সাড়ে ১০ টায় সাবিনাকে সু-সজ্জিত একটি ছাদখোলা গাড়িতে করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রথমে সার্কিট হাউজে নিয়ে আসেন। পরে তাকে ছাদখোলা গাড়িতে করে পুরো সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করানো হয় এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দেয়া হয় রাজকীয় সংবর্ধনা।
সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক বলেন, অধিনায়ক সাবিনা ও ডিফেন্ডার মাসুরা সাতক্ষীরার মুখ সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করেছে। তারা দেশের জন্য সুনাম বয়ে এনেছে। নারী খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সাবিনা ও মাসুরা দেশের মুখ উজ্জ্বল করেছে। তাদের মুখ উজ্জ্বল করার দায়িত্ব আমাদের। সাবিনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উঞ্চ সংবর্ধনা দেয়া হলো।
তিনি বলেন, সাফ জয়ী ডিফেন্ডার মাসুরা পারভিন এখনো সাতক্ষীরার মাটিতে পা রাখেননি। মাসুরা সাতক্ষীরায় আসার পর একইভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকেও সংবর্ধনা দেয়া হবে।
আরও পড়ুন: দেশে ফিরে সাফজয়ী ফুটবলারদের পুরস্কারে দেবেন প্রধানমন্ত্রী
বাঘিনীদের রাজসিক বরণ
২ বছর আগে
সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ: রাণীশংকৈলে সোহাগী ও স্বপ্নার জন্য সংবর্ধনার অপেক্ষা
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ নারী ফুটবলার সোহাগী কিসকু ও স্বপ্না রানী রায়ের জন্য একটি জমকালো সংবর্ধনা অপেক্ষা করছে।
চারবারের ফাইনালিস্ট এবং স্বাগতিক নেপালকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সাত জাতি সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার নতুন চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন: সাফজয়ী ফুটবলারদের লাগেজ ডেলিভারি সম্পর্কে বিমান যা বললো
বিজয়ী দলের খেলোয়াড় সোহাগী উপজেলার বনগাঁও শিয়ালডাঙ্গী গ্রামের গুলজার কিসকুর মেয়ে এবং একই উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাঙ্গাটুঙ্গি গ্রামের নীরেণ চন্দ্র রায়ের মেয়ে স্বপ্না রাণী রায়।
তারা দুজনেই রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির সদস্য হয়ে রাঙাটুঙ্গি গ্রামের মাঠ থেকে তাদের ফুটবল যাত্রা শুরু করেন।
আরও পড়ুন: সাফ জয়ী মাসুরার বাস খাস জমিতে!
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকেই পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় দুই মেয়ের অবদান ও জয় উদযাপন করতে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
এই দুই খেলোয়াড়কে জমকালো সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন জানান, স্বপ্না ও সোহাগী জেলার গর্ব এবং ঢাকা থেকে ছুটিতে আসলে আগামী ৫ অক্টোবর তাদের সংবর্ধনা দেয়া হবে।
আরও পড়ুন: দেশে ফিরে সাফজয়ী ফুটবলারদের পুরস্কারে দেবেন প্রধানমন্ত্রী
রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির কর্ণধার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, দরিদ্র পরিবার থেকে উঠে আসার সত্ত্বেও সকল বাধা অতিক্রম করে দুই নারী খেলোয়াড়ই জাতীয় দলে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন। এছাড়া তারা পুরো দেশকে গর্বিত করেছে।
তিনি জানান, তাদের উভয় পরিবারই অর্থনৈতিকভাবে পিছিয়ে এবং আর্থিক সাহায্যের প্রয়োজন।
২ বছর আগে