পিস
চট্টগ্রামে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন জামিরঝুড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ
করা হয়েছে। এসময় দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার সাড়ে ১০ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো. বাছা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন দিদার (২৬) এবং একই উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহাজান (৩২)।
আরও পড়ুন: যশোরে মাদক ও মদ জব্দ, আটক ৯
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ থানার জামিরঝুড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দিদার ও শাহজাহানকে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত জামালের বসত ঘরের চৌকির নিচ থেকে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৩ লাখ টাকা।
গ্রেপ্তার আসামিরা আরও জানায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে।
গ্রেপ্তার আসামি ও জব্দ মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: বিয়ানীবাজারে ২৩৬ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহে ২৫ ভরি স্বর্ণালংকার জব্দ, নারী গ্রেপ্তার
২ বছর আগে