কাল
কাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী লালন সাঁই’র তিরোধান উৎসব
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন সাঁই’র ১৩২তম তিরোধান উৎসব। সোমবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান চলবে।
ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকছে লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। লালন একাডেমির শিল্পীবৃন্দসহ কলকাতার লালন শিল্পীরাও অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করবেন।
২ বছর আগে
বিশ্ব খাদ্য দিবস কাল
আগামীকাল (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস ২০২২। এবারের প্রতিপাদ্য- ‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন।’
প্রতিবছরের মতো এ বছরও কৃষি মন্ত্রণালয় দিবসটি উদযাপনের জন্য বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ব্রুনাই সুলতান
তবে এবার দেশে ১৭ অক্টোবর তারিখে বিশ্ব খাদ্য দিবস পালন করবে কৃষি মন্ত্রণালয়।
১৭ তারিখ সকাল ১০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের মূল প্রগ্রাম অনুষ্ঠিত হবে।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। এছাড়া, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে খাদ্যমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন প্রমুখ উপস্থিত থাকবেন।
এরপর দুপুর ১২টায় একই স্থানে কারিগরি সেশন/ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ‘১৯৭৫ সালে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল’
গাইবান্ধার মতো খুলনায় ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ!
২ বছর আগে
কাশির জন্য গলায় পেঁচিয়ে রাখা কাপড়ই হলো তার কাল!
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে গলায় থাকা কাপড় পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ব্রহ্মপুত্র নদের জোগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেলাল উদ্দিন (৩৫) ওই উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জেলাল উদ্দিন রবিবার ভোরে গরুর ঘাস কাটার জন্য ব্রহ্মপুত্র নদের কালাসোনার চরের উদ্দেশ্যে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে একাই বের হয়ে যান।
আরও পড়ুন: গাইবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালাল আসামি
কয়েকদিন থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় তিনি গলায় একটি কাপড় জড়িয়ে ছিলেন। পথে অসাবধানতাবশত নৌকার ইঞ্জিনের চাকার সঙ্গে গলায় জড়ানো কাপড়ের প্যাঁচ লেগে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই জেলাল উদ্দিনের মৃত্যু হয়।
সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন নদীর ধারে নৌকায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে তাৎক্ষণিক নিহতের পরিবারকে খবর দেয়। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি স্বীকার করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ব্রহ্মপুত্র নদে ঘাস কাটতে গিয়ে জেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে।
নিহতের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: গাইবান্ধায় হাতকড়াসহ পালানো সেই আসামি ৫ দিন পর গ্রেপ্তার
গাইবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
২ বছর আগে
বিএনপি নেতা হান্নান শাহের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার।
দিবসটি উপলক্ষে বিএনপি ও আ স ম হান্নান শাহ স্মৃতি পরিষদ আলোচনা সভা, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া গ্রামে হান্নান শাহের সমাধিতে আগামীকাল সকালে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির স্থানীয় নেতারা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।
আরও পড়ুন: সরকার উৎখাতের চূড়ান্ত আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত: বিএনপি
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভার আয়োজন করবে আ স ম হান্নান শাহ স্মৃতি পরিষদ।
এ উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুরের কাপাসিয়ায় সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, দলের জন্য প্রয়াত নেতার অবদানের কথা স্মরণ করে এ উপলক্ষে একটি বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ৭৭ বছর বয়সে হান্নান শাহ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন হান্নান শাহ। এরপর ১৯৮৩ সালে বিএনপিতে যোগ দেন এবং ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন তিনি। তিনি গাজীপুর-৪ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞায় থেকে যুদ্ধের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য মানানসই নয়: বিএনপি
ক্ষমতা হারানোর ভয়ে সরকার মানুষকে গুলি করে হত্যা করছে: বিএনপি
২ বছর আগে