বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
যুক্তরাজ্যে বিমানের সাবেক কান্ট্রি ম্যানেজারের বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় এক কোটি টাকা ক্ষতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের লন্ডন স্টেশনের সাবেক কান্ট্রি ম্যানেজার আখতারউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত শেষে ঢাকা সমন্বিত কার্যালয়, দুদক-১ এ মামলাটি দায়ের করা হয়।
সোমবার দুদকের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ইউএনবিকে জানান, উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, লন্ডনের সিটি অফিসে অফিসের যন্ত্রপাতি ও টেলিফোন সংযোগ প্রদানের জন্য তিনটি কোম্পানির সঙ্গে চুক্তি করে বিমান বাংলাদেশ।
অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) আখতারউদ্দিন বিমানের হেড অফিসের কোনো অনুমোদন ছাড়াই সব চুক্তি নবায়ন করেন, যার ফলে প্রায় ৯৬ লাখ টাকার ক্ষতি হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের মাস্টার অপারেটর ও তার স্ত্রীর হিসাব জমার নির্দেশ দুদকের
দুর্নীতি মামলার আসামিদের অব্যাহতি, দুদকের আইওকে হাইকোর্টে তলব
খুলনায় গোয়েন্দা কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
২ বছর আগে