ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির প্রধানমন্ত্রী এবং যুবরাজ খালিদ বিন সালমান প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেবেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক রাজকীয় আদেশ উদ্ধৃত করে বিষয়টি জানিয়েছে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উত্তরাধিকারী ক্রাউন প্রিন্স ইতোমধ্যেই বিস্তৃত কর্তৃত্বের অধিকারী এবং তাকে রাজ্যের প্রতিদিনের শাসক হিসেবে বিবেচনা করা হয়।
এপি উল্লেখ করেছে, সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে যে বাদশাহ সালমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন।
আরও পড়ুন: শিগগিরই বাংলাদেশ সফরে আসছে উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধি দল: রাষ্ট্রদূত
অর্থনীতির আধুনিকীকরণ ও তেলের ওপর নির্ভরতা দূর করার জন্য সৌদি আরবের ব্যাপক পরিকল্পনার (ভিশন ২০৩০) নেতৃত্ব দিচ্ছেন ৩৭ বছর বয়সী ‘এমবিএস’ নামে পরিচিত ক্রাউন প্রিন্স।
মোহাম্মদ বিন সালমান তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পরে নিখোঁজ হওয়া সৌদি সাংবাদিক ও সমালোচক জামাল খাশোগির হত্যার সাথে জড়িত। মার্কিন গোয়েন্দাদের মতে, ক্রাউন প্রিন্স সম্ভবত এই হত্যার অনুমোদন দিয়েছিলেন।
তিনি হত্যার আদেশ অস্বীকার করলেও ২০১৯ সালে বলেছিলেন যে যেহেতু তার নজরদারিতেই ঘটনাটি ঘটেছে তাই এর ‘সমস্ত দায়’ তার। সৌদি কর্মকর্তারা দাবি করেছেন যে খাশোগি হত্যার জন্য সৌদি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মীরা দায়ী।
তাদের নাম প্রকাশ না করা হলেও সৌদি আরব কর্তৃপক্ষ দাবি করেছে, হত্যার দায়ে আট সৌদি নাগরিককে কারাগারে পাঠানো হয়।
খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি আরবকে ‘পারিয়াহ’ (সমাজচ্যুত) ঘোষণা করার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও এ বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট সৌদিতে সফরে আসেন এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন। যা বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারকের সাথে সম্পর্কের অব্যাহত নির্দেশ করে।
আরও পড়ুন: রাজনৈতিক স্থিতিশীলতা সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করে: সৌদি রাষ্ট্রদূত
ইসরায়েলি ফ্লাইটে সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত
২ বছর আগে