দেশে এডিস মশা
ডেঙ্গুতে আজও ১ জনের মৃত্যু, শনাক্ত ৫২৪
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে আরও ৫২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৩৭৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৫১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৮২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে এক হাজার ৩৮৮ জন ঢাকার মধ্যে এবং ৪২৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৫ হাজার ৩৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৬৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৮২ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ১৩ হাজার ৪৭১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে ১০ হাজার ৩৪৯ জন ঢাকার এবং বাকি তিন হাজার ১২২ জন ঢাকার বাইরের বাসিন্দা।
বুধবার একজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আজও ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৬০
ডেঙ্গুতে একদিনে ৩ জনের প্রাণহানি
ডেঙ্গু: আরও ৪৪০ জন হাসপাতালে ভর্তি
২ বছর আগে