আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা হাস্যকর: কাদের
রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির রূপরেখাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে খাদ্য উপকমিটির সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তারা ক্ষমতায় আসলে রূপরেখা বাস্তবায়ন হবে না, বরং নদীতে ভেসে যাবে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। শেখ হাসিনার দৃঢ়তার কারণে বাংলাদেশ আজকে সমৃদ্ধ। বিএনপি গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।’
আরও পড়ুন: একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে সক্রিয় হচ্ছে: কাদের
কাদের আরও বলেন, ‘যারা ধ্বংস করে তারা মেরামত করবে কি করে। এটা অত্যন্ত হাস্যকর স্ট্যান্টবাজি।’
বিএনপি মিথ্যাচারের হোতা উল্লেখ করে তিনি বলেন, তাদের মুখে সত্য বেমানান। বিএনপিকে কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা মাঠে রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখনও বিশ্বাস করে যে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এটা প্রমাণিত সত্য, বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীরা এখনো সক্রিয়: ওবায়দুল কাদের
মার্কিন রাষ্ট্রদূত শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে যাননি, অন্য কোথাও গেছেন: কাদের
১ বছর আগে
নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় সবার মেনে চলা উচিত: কাদের
আদালতের নির্দেশনা মেনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারিতেই হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন পেছানোর বিষয়ে হাইকোর্ট ভেবে চিন্তেই রায় দিয়েছে। এ রায় সবার মেনে চলা উচিত।’
৪ বছর আগে