পরীক্ষার্থীর মৃত্যু
খুলনায় পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
খুলনার কয়রা উপজেলায় পুকুরে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার মহেশবরীপুর ইউনিয়নের খোদোলকাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিয়া মাঝি(১৬) একই গ্রামের নীতিশ মাঝির মেয়ে। সে এ বছর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনি রায় বলেন,‘ প্রিয়াপুকুরে ডুবে যায়। স্নান করার সময় সে সম্ভবত মৃগী রোগে আক্রান্ত হয়েছিল। ’
তিনি আরও বলেন,‘পরে স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।’
আরও পড়ুন: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
২ বছর আগে
সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত আলমাস উদ্দিন (১৬) লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের বড় ছেলে।
সে আলমাস ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মজিবুল হক উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
এর আগে রবিবার দুপুরে ফাজিলপুর কাদরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি যাবার পথে র্ঘটনাটি ঘটে। এ সময় অটোরিকশায় থাকা আলমাসের মা হাসিনা, অন্য দুই পরীক্ষার্থী ও অটোরিকশার চালক আহত হন।
আলমাসের মা হাসিনা ও আহত দুই পরীক্ষার্থী এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আলমাসের মামা জহিরুল হক মিলন বলেন, আলমাসের মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
ছেলের মৃত্যুর খবর মাকে জানানো হয়নি। গ্রামের পারিবারিক কবরস্থানে আলমাসের লাশ দাফন করা হয়েছে।
আরও পড়ুন: খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
পঞ্চগড়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
২ বছর আগে