হযরত শাহপরাণ
সিলেটে ৮ দিন ধরে যুবক নিখোঁজ
সিলেটে গত ৮ দিন ধরে এক যুবক নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে সিলেট মহানগরীর হযরত শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ যুবকের নাম জাহাঙ্গীর আহমদ(২৮)। তিনি শহরতলীর হযরত শাহপরাণ (রহ.) থানা এলাকার পীরেরচক (পীরেরবাজার) এলাকার ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর।
জিডি সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নগরীর শিবগঞ্জ যাচ্ছেন বলে জানিয়ে বাসা থেকে বের হয় নিখোঁজ জাহাঙ্গীর। রাত ১১ টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ-খবর নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় গত ২৭ সেপ্টেম্বর নিখোঁজ যুবকের ভাই দবির আহমদ (৩৪) বাদী হয়ে সিলেট মহানগরীর শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আরও পড়ুন: ‘নিখোঁজ’ বিষয়ে রহিমার বক্তব্য বিভ্রান্তিকর: পিবিআই
নিখোঁজের বিষয়ে করা জিডির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি বলেন,‘আমরা জিডির পর থেকে তার সন্ধানে কাজ করছি। ইতোমধ্যে সব জায়গায় বার্তা পাঠিয়ে দিয়েছি। তাছাড়া প্রযুক্তি ব্যবহার করে আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি’।
তবে কেউ তার সন্ধান পেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ওসি আনিসুর রহমান।
আরও পড়ুন: রহিমা বেগমের নিখোঁজ ঘটনা ‘অপহরণ’ নয়: পিবিআই
করতোয়ায় ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, এখনও নিখোঁজ ৪০
২ বছর আগে