স্পেস টেলিস্কোপ
পৃথিবীকে রক্ষা: স্পেস টেলিস্কোপে ডার্টের কর্মযজ্ঞের ঝকঝকে ছবি
পৃথিবীর সুরক্ষায় গত সপ্তাহে প্রথমবারের মতো পরীক্ষামূলক গ্রহাণু ধ্বংস করেছে মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) ডার্ট। গ্রহাণু, ধূমকেতুসহ যেকোনো মহাকাশীয় বস্তু থেকে পৃথিবীকে রক্ষার এই কর্মযজ্ঞের ঝকঝকে ছবি দেখছে বিশ্ববাসী।
বৃহস্পতিবার হাবল ও ওয়েব স্পেস টেলিস্কোপে তোলা রুদ্ধশ্বাস সে ঘটনার ছবি প্রকাশ করেছে নাসা।
পৃথিবী থেকে ৭০ লাখ মাইল দূরে অবস্থিত ডিমরফোস নামের গ্রহাণুকে সোমবার ধ্বংস করেছে নাসার মহাকাশযান ডার্ট (ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট)। সাত মহাদেশের টেলিস্কোপ অভিযানটির ওপর চোখ রেখেছিল।
এই ঘটনায় সুনির্দিষ্ট কী পরিবর্তন ঘটেছে তা বিজ্ঞানীরা নভেম্বরের আগে জানতে পারবেন না। তবে এখন তাদের হাতে যা আছে তাতেই ভবিষ্যতে পৃথিবীর দিকে ধেয়ে আসা মহাকাশীয় বস্তু থেকে নিরাপদে থাকার ক্ষেত্রে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: পৃথিবীর সুরক্ষায় নাসার মহাকাশযান ধ্বংস করেছে গ্রহাণু!
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গ্রহবিষয়ক জ্যোতির্বিজ্ঞানী ও মিশনটির নেতা অ্যান্ডি রিভকিন এক বিবৃতিতে বলেন, ‘এ এক নজিরবিহীন ঘটনার অভূতপূর্ব দৃশ্য।’
স্থিরচিত্রগুলো ডিমরফোসের মতো ছোট ছোট গ্রহ সম্পর্কে সাহায্য করবে বিজ্ঞানীদের। ডিমরফোসে নাসার মহাকাশযান আঘাত হানার পর এর ক্ষুদ্র অংশ যে চারিদিকে ছড়িয়ে যায় তা স্থিরচিত্রে আলোর রেখা আকারে দেখা যায়।
এ সক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে নাসা।
আরও পড়ুন: নাসার পরীক্ষামূলক চন্দ্রাভিযান: শনিবার উৎক্ষেপণের দ্বিতীয় চেষ্টা
মহাকাশের প্রথম রঙিন ছবি প্রকাশ করেছে নাসা
২ বছর আগে