সরকারের নীতিগত সহায়তায়
ডিম ও গোশতের দাম কমতে পারে সরকারের নীতিগত সহায়তায়: এফবিসিসিআই
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নেতারা বলছেন, সরকার নীতিগতভাবে সহায়তা দিলে কম দামে ডিম ও গোশত সরবরাহ করা যাবে।
শনিবার ঢাকায় ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের প্রাণিসম্পদ, পোল্ট্রি ও ফিশারিজ সংক্রান্ত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ দাবি জানানো হয়।
শীর্ষ বাণিজ্য সংগঠনটির নেতারা আরও বলেন, ‘উদ্যোক্তারা কৃষি খাতের মতো গবাদি পশু, হাঁস-মুরগি এবং মাছ চাষীদের জন্য নীতিগত সহায়তা দাবি করেন।’
নেতারা আরও বলেন, ‘মুরগি, গবাদি পশুর খামার, মাছ ও চিংড়ির খামারগুলোকে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল দিতে হয়। ফলে উৎপাদন ও পরিচালন খরচ বেড়ে যায়। কৃষি খাতের সমান নীতি সহায়তার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব হবে।’
আরও পড়ুন: এফবিসিসিআই-রিও ডি জেনিরো চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক
প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সরকারের উচিৎ গবাদি পশুর খামারে বিশেষ হারে পরিষেবা প্রদান করা।
৮৯৫ দিন আগে