অভিন্ন
‘ট্রাম্পের সঙ্গে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’
টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস 'আত্মবিশ্বাসী' যে, বিশ্বের ভিন্ন দৃষ্টিভঙ্গি সত্ত্বেও তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'অভিন্ন ভিত্তি' খুঁজে পাবেন।
ইউনূস বলেছেন, ‘ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরা ব্যবসা করছি।’
তিনি বলেছেন, ‘আমাদের কিছু সংকট থেকে উত্তরণে আমরা সাহায্য করার জন্য বিনামূল্যে অর্থ চাইছি না, একজন ব্যবসায়িক অংশীদার চাই।’
টাইম ম্যাগাজিন আরও জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ব্যবসার জন্য উর্বর রয়েছে বলে তিনি আশ্বস্ত করেছেন। তবে এখনও সংস্কারের গতি ধীর হওয়ায় সন্দেহ কিছুটা বেড়েছে।
৩১ অক্টোবর ট্রাম্প এক্স পোস্টে 'হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরোচিত সহিংসতার নিন্দা জানান, যারা বাংলাদেশে উত্তেজিত জনতার দ্বারা আক্রান্ত ও লুটপাটের শিকার হচ্ছে, যা এখনও পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।’
আরও পড়ুন: ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আকস্মিক নেতিবাচক কিছু নেই: অধ্যাপক ইউনূস
২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের পরাজয়ের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, 'ট্রাম্পের বিজয় আমাদের এতটাই আঘাত করেছে যে আজ সকালে আমি কথা বলতে পারছি না। আমি সব শক্তি হারিয়ে ফেলেছি।’
বিক্ষোভকারীরা যখন ঢাকায় তার সরকারি বাসভবন ঘেরাও করছে, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। ভারতে থেকে তিনি এবং তার উপদেষ্টারা তাকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
অধ্যাপক ইউনূস জানিয়েছেন, প্রসিকিউটররা সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি শেখ হাসিনার হস্তান্তর চাইবেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে সাড়রা দেবেন বলে খুব কম লোকই বিশ্বাস করেন।
ইউনূস বলেছেন, ‘শুধু ভারতে আশ্রয়ই নয়, সবচেয়ে খারাপ দিক হচ্ছে তিনি কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে। সেই কণ্ঠস্বর শুনলে মানুষ খুব অখুশি হয়। সুতরাং, এটি এমন একটি বিষয় যা আমাদের সমাধান করতে হবে।’
টাইমকে অধ্যাপক ইউনূস বলেন, তরুণদের মন স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। ‘তারা গ্রাফিতে তাদের ভবিষ্যতের স্বপ্নগুলোকে তুলে ধরেছিল এবং এটি এমন কিছু যা বাংলাদেশ কখনও দেখেনি।’
আরও পড়ুন: দেশে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ড. ইউনূসের
১ মাস আগে
অভিন্ন নদীর পানিপ্রবাহ নিশ্চিত করুন, দুর্যোগ এড়ান: ফারাক্কা কমিটি
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) রবিবার এক বিবৃতিতে এই অঞ্চলের সমস্ত অভিন্ন নদী থেকে নিরবচ্ছিন্ন জলপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়েছে যে কোনো আসন্ন পরিবেশগত বিপর্যয় এড়াতে সকল অভিন্ন নদীর পানিপ্রবাহ অপরিহার্য।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এতে আরও বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা চুক্তি স্বাক্ষরের কোনো ইঙ্গিত না থাকলেও হঠাৎ করেই কুশিয়ারাকে সামনে আনা হয়েছে।
আইএফসি বলেছে, শুষ্ক মৌসুমে অভিন্ন নদীর পানি থেকে বাংলাদেশকে বঞ্চিত করার সুস্পষ্ট পদক্ষেপ দৃশ্যমান। ৫৪টি অভিন্ন নদীর মধ্যে ৫২টি নদীর পানির প্রবাহ ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
লীন মৌসুমে এখন শুধুমাত্র ব্রহ্মপুত্র ও মেঘনা নদীতে পানির প্রবাহ পাওয়া যায়, সেগুলো বা তাদের উপনদীর উজানে অসংখ্য ব্যারেজ থাকা সত্ত্বেও। কুশিয়ারা ও সুরমা বরাক নদীর শাখা নদী, যা ভারত সীমান্তের কাছে দুই ভাগে ভাগ হয়েছে।
ইতোমধ্যে আসামের ফুলেরতলে বরাকের ওপর একটি ব্যারেজ নির্মাণ করে ১০ হাজার কিউসেক পানি প্রত্যাহার করেছে। কুশিয়ারা ও সুরমার পানি প্রত্যাহারে মেঘনা ও সিলেটের হাওরগুলো শুকিয়ে যাবে।
আরও পড়ুন: বিহারে বন্যা সামাল দিতে ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত
উল্লেখ্য, ফারাক্কা ব্যারাজ চালু হওয়ার পর থেকে গঙ্গার বার্ষিক জলপ্রবাহ ৫০০ বিলিয়ন বিসিএম থেকে ৫০ বিলিয়ন বিসিএমে নেমে এসেছে।
এর ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
সুপেয় পানির প্রবাহের অভাবে ইউনেস্কো বলেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পানিতে অত্যধিক লবণাক্ততার জন্য বিপর্যয়ের সম্মুখীন। সাগর থেকে দেশের গভীরে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট পর্যন্ত লবণাক্ত পানি ঢুকে পড়েছে।
তিস্তা চুক্তি এখনও নিশ্চয়তার পর্যায়ে রয়েছে-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য উদ্ধৃত করে আইএফসি আরও বলেছে, প্রায় দুই দশক ধরে পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারাজ থেকে পুরো তিস্তার পানি প্রত্যাহার করা হচ্ছে।
আইএফসি বলেছে, দেশের অন্যতম প্রধান এই নদীর পানি প্রবাহের অভাবে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল মরুকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
একসময় যে গোমতিকে কুমিল্লার দুঃখ বলা হতো, এখন বর্ষা মৌসুমেও সে নদীতে পানি থাকে না।
আরও পড়ুন: ফারাক্কার প্রভাবে ভাঙছে নবগঙ্গা-মধুমতি
এতে বলা হয়েছে, সহস্রাব্দ বছর ধরে অভিন্ন নদী দ্বারা সৃষ্ট বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশের অস্তিত্বই হুমকির মুখে পড়েছে, কেননা এটি প্রাকৃতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীমাতৃক এ দেশের পরিবেশ, বাস্তুসংস্থান, বাস্তুতন্ত্র, জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইএফসি বলেছে, মানবসৃষ্ট কারণে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে অভিন্ন নদীর পানিপ্রবাহ নিশ্চিত করার জন্য সরকারের অবিলম্বে পদক্ষেপ নেয়া উচিত।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- আইএফসির চেয়ারম্যান আতিকুর রহমান সালু, মহাসচিব সৈয়দ টিপু সুলতান, আইএফসি নিউইয়র্ক শাখার সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমদ,
সিনিয়র সহ-সভাপতি ড. এসআই খান, সাধারণ সম্পাদক সৈয়দ ইরফানুল বারী এবং আইএফসি বাংলাদেশের সাধারণ সম্পাদক ও আইএফসি সমন্বয়কারী মোস্তফা কামাল মজুমদার।
আরও পড়ুন: ফারাক্কার গেট খুলে দেয়ায় নাটোরে পানি ক্রমশ বাড়ছে
২ বছর আগে