নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জবাসীকে পূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান আইভীর
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রবিবার বিকালে শহরের মিশনপাড়া এলাকায় শ্রী রাম কৃষ্ণ মিশন আশ্রম পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।
আরও পড়ুন: আমৃত্যু নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবো: আইভী
হুঁশিয়ারি উচ্চারণ করে ডা আইভী বলেন, রাজনৈতিক বা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যদি কেউ পূজার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে তাহলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে এই উৎসব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র।
আরও পড়ুন: অদৃশ্য শক্তির মতো আইভীর মাথার ওপর আমার হাত আছে: তৈমূর
এই সময় হিন্দু ধর্মাবলম্বী নেতারা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
মণ্ডপ পরিদর্শন শেষে মেয়র আইভী পূজা উপলক্ষে রাম কৃষ্ণ মিশনে সিটি করপোরেশন থেকে নির্মিত তোরণ উদ্বোধন করেন।
২ বছর আগে