ফুটবলার আঁখি
সিরাজগঞ্জে ফুটবলার আঁখিকে ফের উষ্ণ সংবর্ধনা
সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার সিরাজগঞ্জের কৃতি সন্তান নারী ফুটবলার আঁখি খাতুনকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।
জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে রবিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ চেক প্রদান ও ক্রেস্ট দেয়া হয়।
আরও পড়ুন: রাঙামাটিতে সাফজয়ী ৫ নারী ফুটবলারকে উষ্ণ সংবর্ধনা
এর আগে গত ২৮ সেপ্টেম্বর নারী ফুটবলার আঁখি খাতুনের গ্রামের বাড়ি শাহজাদপুরেও উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ বলেন, নারী ফুটবলারদের বিজয়ের এ সাফল্যে আগামী প্রজন্মও উৎসাহিত হয়ে দেশকে বিশ্ব জয়ে এগিয়ে নিয়ে যাবে।
আরও পড়ুন: সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ: রাণীশংকৈলে সোহাগী ও স্বপ্নার জন্য সংবর্ধনার অপেক্ষা
এ অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে আঁখি খাতুন বলেন, আমাকে ভালোবেসে সংবর্ধনা দেয়ায় কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এমন ভালোবাসার জন্য আমার খুব ভালো ও খুশি লাগছে। আপনারা আমার পাশে থেকে উৎসাহ দিয়েছেন এবং ভবিষ্যতেও আপনাদের এমন সমর্থন পেলে আগামী দিনে আমার মনোবলকে আরও দৃঢ় করবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার জেলা আওয়ামীলীগ নেতারা।
আরও পড়ুন: সাফ জয়ী মাসুরার বাস খাস জমিতে!
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিশু খেলোয়াড় সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে