মালয়েশিয়াগামী ট্রলারডুবি
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৯ রোহিঙ্গাসহ আটক ৩৩
বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে মঙ্গলবার সকালে ট্রলারডুবির ঘটনায় ২৯ জন রোহিঙ্গা শরণার্থীসহ ৩৩ জনকে আটকের দাবি করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
ঢাকার কোস্টগার্ড সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, টেকনাফের বাহারছড়া এলাকায় সকাল ৬টার দিকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারটি উল্টে যায়।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র থেকে ২৯ রোহিঙ্গা এবং চার বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।’
কোস্টগার্ড কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে তারা কোস্টগার্ডকে জানায় যে অবৈধভাবে তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। ৩৩ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
পড়ুন: মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত
দুর্ভাগ্যবশত শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই: মার্কিন রাষ্ট্রদূত
ট্রলারডুবি: ৩২ জেলেকে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড
২ বছর আগে