সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইইডি বিস্ফোরণে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
সোমবার দিবাগত রাতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গাড়ি দুর্ঘটনায় চার বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর দিবাগত রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের কবলে পড়ে।
ঘটনাস্থলে চার বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য গুরুতর আহত হন। আহত শান্তিরক্ষীরা হলেন- মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম ও সৈনিক শরীফ হোসেন।
আরও পড়ুন: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
আহত শান্তিরক্ষীদের অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বুয়ার শহরে স্থানান্তর করা হয়েছে।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন।
আরও পড়ুন: মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বহরে হামলায় নিহত ১, আহত ৩
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচি
২ বছর আগে