যাতায়াত
জুনের মধ্যে আখাউড়া-আগরতলা রেললাইন চালু হবে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে নির্মাণাধীন আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেললাইন আগামী ২০২৩ সালের জুনের মধ্যে চালু হবে।
রেলমন্ত্রী বলেন, উভয় দেশের জন্য আখাউড়া-আগরতলা রেললাইন সংযোগটি খুবই গুরুত্বপূর্ণ। এ লাইনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
পাশাপাশি মানুষ সহজে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।
আরও পড়ুন: আখাউড়া-আগরতলা রেললাইন কাজ ধীরগতিতে হওয়ায় রেলমন্ত্রীর অসন্তোষ
রবিবার সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শনের সময় আগরতলা সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় উপস্থিত সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। এখন যতটুকু কাজ আছে, আশা করা যায় বাকি কাজ জুনের আগেই শেষ হবে।
আখাউড়া-লাকসাম প্রকল্প সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, এ প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক।
এছাড়া ১৫ জানুয়ারির মধ্যে ১৭ কিলোমিটার রেল লাইন যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পটি ভারতীয় অনুদানের নির্মিত হচ্ছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৭ শতাংশ।
আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ৬.৮ কিলোমিটার।
আরও পড়ুন: রেলমন্ত্রীর আশ্বাসে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার
স্কুল ছাত্রীদের মধ্যে ৭০০ বাইসাইকেল বিতরণ করলেন রেলমন্ত্রী
২ বছর আগে
কক্সবাজার থেকে পযটক নিয়ে সেন্টমার্টিন যাতায়াত শুরু
চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার থেকে পযটক নিয়ে সেন্টমার্টিন যাতায়াত শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় এমভি কর্ণফুলী নামের জাহাজটি কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট থেকে যাতায়ত শুরু করেছে।
নাফনদে ডুবোচর জেগে ওঠায় চলতি মৌসুম থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ রাখে সরকার। তবে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। দীর্ঘ সাত মাস পর ৭৫০ জন পযটক নিয়ে প্রথম দফায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন গেল এমভি কর্ণফুলী নামে একটি প্রমোদতরী।
নারায়ণগঞ্জ থেকে পরিবার নিয়ে আসা সম্রাট চৌধুরী জানান, সেন্টমার্টিন ভ্রমনের দীর্ঘ দিনের আশা পূরণ হয়েছে।তবে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ যাওয়ার পর সেখান থেকে জাহাজে করে সেন্টমার্টিন যেতে পারলে ভালো লাগতো। তাহলে একসাথে মেরিন ড্রাইভও হতো এবং সেন্টমার্টিন ভ্রমনও হতো।
আরও পড়ুন: সেন্টমার্টিনে জেলের জালে ১৪০ কেজির বোল মাছ!
জাহাজটির স্থানীয় পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সকাল সাতটায় এমভি কর্ণফুলী সেন্টমার্টিনে। দুপুর সাড়ে ১২টার দিকে ৭৫০ জন পযটক সেন্টমার্টিন পৌঁছে। বিকাল সাড়ে তিনটার দিকে পযটকদের নিয়ে জাহাজটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত সাড়ে আটটায় বাঁকখালীনদীর বিআইডব্লিউিএ-ঘাটে পৌঁছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সাত মাস বন্ধ থাকার পর ৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে পযটকের পদচারণা শুরু হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে। বঙ্গোপসাগরের মধ্যে ৮ বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ এই দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।
২ বছর আগে