ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
শুক্রবারও মেট্রোরেল চালুর প্রস্তুতি নিচ্ছি: ডিএমটিসিএল এমডি
শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।
সোমবার (২ সেপ্টেম্বর) এম এ এন সিদ্দিক ইউএনবিকে এ কথা জানান।
আরও পড়ুন: এক মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেল
তিনি জানান, মেট্রোরেল শুক্রবারও চালুর জন্য সফটওয়ার পরিবর্তন করতে হবে। তাই আজকে (সোমবার) থেকে এই প্রাথমিক প্রস্তুতি শুরু করলাম।
তিনি বলেন, এটি একেবারেই প্রাথমিক প্রস্তুতি। প্রস্তুতি নেওয়ার পর উপদেষ্টার সঙ্গে কথা বলে ফাইনাল করা হবে কবে চালু করা যায়।
আরও পড়ুন: মেট্রোরেলকে কেপিআই হিসেবে ঘোষণার উদ্যোগ নিচ্ছে সরকার: সড়ক পরিবহন উপদেষ্টা
যেহেতু সমীক্ষা চলছে, তাই খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে বলেও জানান ডিএমটিসিএল এমডি এম এ এন সিদ্দিক।
তিনি বলেন, মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন যাত্রী পরিবহন করে। তবে যাত্রী চাহিদা বাড়ায় শুক্রবারও মেট্রোরেল চালুর জন্য কাজ চলছে।
আরও পড়ুন: এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর মেট্রোরেল চালু
৪ মাস আগে
৫ এপ্রিল থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, আগামী ৫ এপ্রিল থেকে নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে।
তিনি জানান, বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আগামী ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
বৃহস্পতিবার ডিএমটিসিএল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। পাশাপাশি চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।
আরও পড়ুন: মেট্রোরেলের মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন চালু
মেট্রোরেল: যাত্রীদের জন্য খুলে দেয়া হলো মিরপুর-১০ স্টেশন
মেট্রোরেল: চালু হচ্ছে আরও দুটি স্টেশন
১ বছর আগে
আগামীকাল মেট্রোরেলের প্রথম অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বুধবার) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশের উদ্বোধন করবেন। সকাল ১১টায় উত্তরা সেক্টর-১৫ খেলার মাঠ থেকে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু সরকার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করছে তাই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে ২০ মিনিট সময় লাগবে। তবে শিগগিরই এটি কমে ১৬-১৭ মিনিটে পৌঁছাবে।
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের পুরো সেকশনের বাস্তবায়ন আশা করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘ঢাকা মেট্রোপলিটনের বাসিন্দা ও স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতা ছাড়া মেট্রোরেল নির্মাণ ছিল দুঃসাধ্য কাজ। একটি সুন্দর মহানগর গড়তে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’
ডিএমপির মিডিয়া উইংয়ের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, নির্মাণকাজ শুরুর পর থেকেই ডিএমপি মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তা দিয়ে আসছে।
আগামীকাল আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই ডিএমপিকে নিরাপত্তার জন্য অনুরোধ করেছে, তাই রিজার্ভ ফোর্সসহ স্থানীয় থানা পুলিশ নিরাপত্তা দেবে বলে জানান তিনি।
ডিসি (মিডিয়া) আরও জানিয়েছেন, মেট্রোরেল কর্তৃপক্ষ প্রায় তিন হাজার পুলিশ সদস্যদের অনুরোধ করেছে তবে ডিএমপি স্টেশনগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক সরবরাহ করবে।
আরও পড়ুন: মেট্রোরেলে থাকবেন ৬ নারী চালক, উদ্বোধনে চালাবেন মরিয়ম আফিজা
২ বছর আগে
মেট্রোরেলে চাকরি: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের চাকরির বিজ্ঞপ্তি ২০২২
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ১৫ পদে মোট ৩৩০ জনকে নিয়োগ দেবে।
১৫ পদে মোট ৩৩০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র দাখিল করতে পারবেন।
মেট্রোরেল নতুন চাকরির বিজ্ঞপ্তির বিবরণ:
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং)
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (রাজস্ব)
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
পদের নাম: রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ২
গ্রেড: ১০
পদের নাম: মার্কেটিং অফিসার
পদসংখ্যা: ২
গ্রেড: ১০
পদের নাম: ট্রেন অপারেটর
পদসংখ্যা: ২৯
গ্রেড: ১০
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১৭
গ্রেড: ১০
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)
পদসংখ্যা: ১৯
গ্রেড: ১০
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল, রোলিং স্টক)
পদসংখ্যা: ৪
গ্রেড: ১০
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, রোলিং স্টক)
পদসংখ্যা: ১১
গ্রেড: ১০
আরও পড়ুন: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৯ মাস ছাড়
পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
পদের নাম: সহকারী হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪
গ্রেড: ১৬
পদের নাম: সেমি স্কিল্ড মেইনটেইনার
পদসংখ্যা: ৭৮
গ্রেড: ১৬
পদের নাম: সহকারী স্টোর কিপার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
পদের নাম: টিকেট মেশিন অপারেটর
পদসংখ্যা: ৮০
গ্রেড: ১৬
পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্টেন্ট
পদসংখ্যা: ৮০
গ্রেড: ১৬
যোগত্য ও অভিজ্ঞতার বিবরণসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন http://dmtcl.gov.bd/sites/default/files/files/dmtcl.portal.gov.bd/notices/0bb7d331_8df2_4b93_af4c_1f2914d02204/2022-10-06-10-24-83c288d2a6e55e883e5ff7914dc2adeb.pdf
আবেদন ফি: এক থেকে ৯ নম্বর পদের জন্য ১,০০০ টাকা এবং ১০ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫০০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪,৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০
আরও পড়ুন: চাকরির ইন্টারভিউয়ে নিজেকে শান্ত রাখার উপায়
ঢাকায় বিডিজবস কারিগরি চাকরি মেলা, নিয়োগ পাবেন ৫ হাজার কর্মী
২ বছর আগে