প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বুধবার) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশের উদ্বোধন করবেন। সকাল ১১টায় উত্তরা সেক্টর-১৫ খেলার মাঠ থেকে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু সরকার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করছে তাই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে ২০ মিনিট সময় লাগবে। তবে শিগগিরই এটি কমে ১৬-১৭ মিনিটে পৌঁছাবে।
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের পুরো সেকশনের বাস্তবায়ন আশা করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘ঢাকা মেট্রোপলিটনের বাসিন্দা ও স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতা ছাড়া মেট্রোরেল নির্মাণ ছিল দুঃসাধ্য কাজ। একটি সুন্দর মহানগর গড়তে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’
ডিএমপির মিডিয়া উইংয়ের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, নির্মাণকাজ শুরুর পর থেকেই ডিএমপি মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তা দিয়ে আসছে।
আগামীকাল আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই ডিএমপিকে নিরাপত্তার জন্য অনুরোধ করেছে, তাই রিজার্ভ ফোর্সসহ স্থানীয় থানা পুলিশ নিরাপত্তা দেবে বলে জানান তিনি।
ডিসি (মিডিয়া) আরও জানিয়েছেন, মেট্রোরেল কর্তৃপক্ষ প্রায় তিন হাজার পুলিশ সদস্যদের অনুরোধ করেছে তবে ডিএমপি স্টেশনগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক সরবরাহ করবে।
আরও পড়ুন: মেট্রোরেলে থাকবেন ৬ নারী চালক, উদ্বোধনে চালাবেন মরিয়ম আফিজা