বাংলাদেশের উন্নতি
যুক্তরাষ্ট্র চায় শান্তিপূর্ণ নির্বাচন ও মানবাধিকার সূচকে বাংলাদেশের উন্নতি
যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করার সময় শেরম্যান এসব কথা বলেন।
শনিবার শেরম্যান এক টুইট বার্তায় বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করেছি এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বিস্তৃত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং ইউক্রেন থেকে রাশিয়ার জমি দখলের অবৈধ প্রচেষ্টা নিয়েও কথা বলেছি।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, ডেপুটি সেক্রেটারি ৪ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত তিন বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীর জন্য শোক প্রকাশ করেন।
শেরম্যান ও শাহরিয়ার আলম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। কারণ দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মার্কিন সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত এক বিবৃতি অনুসারে, ডেপুটি সেক্রেটারি শেরম্যান সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের শ্রম খাতে অগ্রগতির কথা উল্লেখ করে ডেপুটি সেক্রেটারি শেরম্যান দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।
বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ইউক্রেনের যুদ্ধ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে প্রত্যর্পণ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আলম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যর্পণ চুক্তির ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী মহামারি মোকাবিলায় প্রায় ৮৮ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ সরবরাহ করে বাংলাদেশে অভূতপূর্ব সহায়তা প্রদানের জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশে রোহিঙ্গাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ও মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার জন্য আন্তরিক প্রশংসাও ব্যক্ত করেন।
তিনি এলডিসি (স্বল্পোন্নত দেশ) সম্পর্কিত বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন সমর্থনও চেয়েছেন যাতে বাংলাদেশের মতো দেশগুলো একটি মসৃণ ও টেকসই এলডিসি গ্র্যাজুয়েশন অর্জন করতে পারে।
প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে তার সরকারের ইচ্ছা প্রকাশ করেন।
তিনি আসন্ন কপ-২৭ এ ক্ষয়ক্ষতির বিষয়ে একটি কর্মমুখী আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে, শেরম্যান বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের কোভিড-১৯ টিকার উচ্চ হার এবং মহামারি মোকাবিলায় ও নিয়ন্ত্রণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের জন্যও প্রশংসা করেছিলেন।
ডেপুটি সেক্রেটারি জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং কপ-২৭ এর আগে ‘গ্লোবাল মিথেন প্লেজ’ এ যোগ দিতে বাংলাদেশকে উৎসাহিত করেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যৈষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: হিজাব ইস্যু: মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
র্যাবের সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র কি অসন্তুষ্ট?: প্রশ্ন প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
২ বছর আগে