সামরিক উপদেষ্টা
হাসিনার সামরিক উপদেষ্টাসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীর বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৯ জনের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো.আখতার হোসেন।
আরও পড়ুন: একাদশ জাতীয় নির্বাচনে ‘কারচুপি’ তদন্ত করবে দুদক
আসামিরা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মফিদুর রহমান।
৯৪ দিন আগে
বাংলাদেশি শান্তিরক্ষীদের কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা জাতিসংঘের
জাতিসংঘের সামরিক উপদেষ্টা জেনারেল বিরামে ডিওপ বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন।
এসময় এ সামরিক উপদেষ্টা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন।
শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেয়ার অনুরোধ জানান প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন।
এনডিসি’র ২৯ সদস্যের একটি দল শুক্রবার জাতিসংঘ সদর দপ্তর ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করেছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচি
৯৩৬ দিন আগে