বড় হার
ত্রিদেশীয় সিরিজ: প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হার বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে লড়াইয়ের আর মাত্র কয়েক দিন বাকি আছে। তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা এখনও কাটছেই না।
সোমবার, মূল ইভেন্টের আগে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে বাংলাদেশ।
১৬১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও সাকিব আল হাসানসহ সবাই একে একে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন।
কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে ভালো খেলা আফিফ হোসেনও প্রথম বলেই আফগানদের কাছে ধরাশায়ী হন।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ: ১৬০ রানের টার্গেট বাংলাদেশের
বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ৩১ বলে ‘সর্বোচ্চ’ ১৬ রান করেন।
১৬১ রান তাড়া করতে নেমে ২০ ওভারে নয় উইকেটে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে পেস বোলার ফজল হক ফারুকী তিনটি উইকেট নেন।
প্রথমে ব্যাট করতে নেমে আফগান খেলোয়ার ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী যথাক্রমে ৪৬ ও ৪১ রান করে দলীয় সংগ্রহ ১৬০ পর্যন্ত টেনে নেন।
বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ তিনটি উইকেট নিয়ে ভালো পারফরমেন্স করেছেন।
ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান দল। হযরত জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতে মাত্র ১৯ রান সংগ্রহ করেন।
তবে তিন নম্বর ব্যাট করতে নেমে ইব্রাহিম দারুণ একটি ইনিংস খেলেন। অন্যদিকে মোহাম্মদ নবীও দলীয় সংগ্রহ বাড়াতে অবদান রাখেন।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ তিনটি এবং সাকিব আল হাসান ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন।
যত দিন যাচ্ছে, আফগানিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জন্য অপরাজেয় প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান মজবুত করছে।
আগামী ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড
২ বছর আগে
ত্রিদেশীয় সিরিজ: ৮ উইকেটের বড় হার বাংলাদেশের
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সাকিব আল হাসানদের দেয়া ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আট উইকেট ও ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে কেন উইলিয়ামসনের দল।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
কিউদের হয়ে ওপেনার ডেভন কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ৩০ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে শরিফুল ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে।
দলের পক্ষে ওপেনার নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া নুরুল হাসান সোহান অপরাজিত ২৫ রান করেন।
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও ইস সোধি দুটি করে উইকেট নেন।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২২ আইসিসি পুরুষ টি ২০ বিশ্বকাপ: ভেন্যু ও প্রাইজ মানি
২ বছর আগে