ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সাকিব আল হাসানদের দেয়া ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আট উইকেট ও ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে কেন উইলিয়ামসনের দল।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
কিউদের হয়ে ওপেনার ডেভন কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ৩০ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে শরিফুল ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে।
দলের পক্ষে ওপেনার নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া নুরুল হাসান সোহান অপরাজিত ২৫ রান করেন।
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও ইস সোধি দুটি করে উইকেট নেন।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান।