টেকনাফ
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা টেকনাফে ফিরেছেন
বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া ৪০০ পর্যটক অবশেষে দুই দিন পর টেকনাফে ফিরে এসেছেন।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে কেয়ারী সিন্দবাদ জাহাজে করে নিরাপদে টেকনাফ পৌঁছান বলে জানিয়েছেন সি-ক্রোজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
তিনি বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় কেয়ারী সিন্দবাদ জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। পরে বেলা সাড়ে ১১টায় সেন্টমার্টিনের জেটি ঘাটে পৌঁছায় জাহাজ। এরপর বিকাল ৩টায় আটকে পড়া ৪ শতাধিক অন্যান্য পর্যটকদের নিয়ে বিকাল ৫টায় টেকনাফ দমদমিয়া ঘাটে পৌঁছায় জাহাজটি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ: পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের ফেরাতে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সেই জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরে আসেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকরা ৩টার দিকে দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেয়। তারা এতক্ষণে টেকনাফে পৌঁছানোর কথা।
উল্লেখ্য, গত বুধবার (১৬ নভেম্বর) নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে আবহাওয়া অধিদপ্তর সতর্ক সংকেত প্রত্যাহার করে নেয়। ফলে শনিবার সকালে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ: সেন্টমার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক
টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জন নিহত
কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা হ্নীলা মৌলভীবাজার মরিচ্যা ঘোনার পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেয়াল ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে প্রাণ গেল চারজনের
নিহতরা হলেন, আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।
ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন,বৃহস্পতিবার সকাল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়। মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকার আনোয়ারা বেগম তার ছেলে-মেয়েদের নিয়ে রাতের খাবার শেষে তাদের মাটির তৈরি ঘরে স্ত্রীকে নিয়ে ঘুমাতে যান। রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের লাশ উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, পুলিশ টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: বাঁশখালীতে অতি বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু
টেকনাফে বিজিবি'র অভিযান: ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুই অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে এসব ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের সংবাদের পেয়ে শুক্রবার সকালে উপজেলার নাজিরপাড়া সীমান্তের আলুগোলা এলাকায় অভিযান চালায় বিজিবি।
এতে আরও বলা হয়, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের ব্যাগ বহনকারী তিনজন ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে চারটি ব্যাগ থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানায় বিজিবি।
আরও পড়ুন: টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ
ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
টেকনাফ থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারের টেকনাফ থেকে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দমদমিয়া এলাকা থেকে মাদকের এই চালান উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আরও পড়ুন: কক্সবাজারে ১ কেজি ক্রিস্টাল মেথ ও ২০ হাজার ইয়াবা জব্দ, আটক ২
সোমবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচারের সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির সদস্যরা নাফ নদীর দমদমিয়া এলাকায় কড়া নজরদারি শুরু করেন।
তিনি জানান, কয়েকজন চোরাকারবারি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করেন।
তিনি আরও জানান, এতে চোরাকারবারিরা বস্তা ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
কক্সবাজারে ৪ কেজি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ
টেকনাফ সীমান্তে লক্ষাধিক ইয়াবা জব্দ, আটক ৩
টেকনাফ সীমান্তে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটকের দাবি করেছে বিজিবি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০মিনিটে সীমান্তের নাজিরপাড়া বিওপি’র আলুগোলা এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন- মো. তাজুল ইসলাম (৫৩), মো. সৈয়দ হোসেন (৩৫), মো. আবুল কাশেম (৪৫)- এরা সবাই টেকনাফ উপজেলার ছোট হাবিবপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার আনুমানিক রাত আড়াইটার দিকে পাঁচজন ব্যক্তিকে দু’টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে আলুগোলা চোরাকাঠি এলাকায় আলী আহমেদের মাছের প্রজেক্টের দিকে যাওয়ার সময় তাদের সন্দেহজনক মনে করে ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায়। আর তিনজনকে আটক করে বিজিবির টহল দল।
এ সময় তাদের দু’টি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, পলাতক চোরাকারবারীদেরকে শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ২৪০০ ইয়াবা জব্দ, আটক ১
টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
টেকনাফের শাহপরীর দ্বীপে এক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। এসময় একজনকে মাদক কারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. এহসান (১৫) শাহপরীরদ্বীপ বাজারপাড়ার কামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ১৪০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
শুক্রবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানান- টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, দ্বীপের কোস্টগার্ডের নিউ ক্যাম্পের কাছে সীমান্ত বাহিনীর দুটি পৃথক দল বেড়িবাধ এলাকায় অবস্থান নেয়। রাত ১১টা ৪৫ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তিনজনকে নিয়ে দ্বীপের দিকে এগোলে বিজিবি সদস্যরা তাদের থামতে ইঙ্গিত করলেও সীমান্ত বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুইজন নৌকা থেকে নদীতে লাফ দেয়। পরে নৌকা থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো মোট ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে এহসানকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি স্বীকার করেছেন যে চালানটি বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পালিয়ে যাওয়া দুজনেই এই ইয়াবার মালিক।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি
কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার (২৭ আগস্ট) ভোরে আলুগোলা মাঝেকাঠি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার হওয়ার খবর পায় বিজিবি।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে পেটে ইয়াবা বহনের অভিযোগে গ্রেপ্তার ১
পরে নাজিরপাড়া এলাকায় দুপুর দেড়টার অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহজনক হওয়ায় একিট নৌকার মাঝিকে থামতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নৌকায় থাকা ৬ জন না থেমে চারটি প্লাস্টিকের ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যান। পরে টহল দল ঘটনাস্থলে গিয়ে থাকা ব্যাগ থেকে ইয়াবা জব্দ করে। ব্যাগগুলোতে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা ছিল।
আরও পড়ুন: কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি
শাহজালালে ৩ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে আর্মড পুলিশ
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদিয়া খাতুনকে (২৩) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী নুর কামাল (২৪) পলাতক রয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ আলীখালি ২৫ নম্বর ক্যাম্পের ডি ব্লকে এই হত্যাকাণ্ড ঘটে।
আরও পড়ুন: রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নিহত আদিয়া খাতুন টেকনাফ ২৫ নম্বর ক্যাম্পের ছামসু আলমের মেয়ে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম যায়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে এনজিও এমএসএফ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার অভিযোগ
সীতাকুণ্ডে গৃহবধূকে গলা কেটে হত্যা
টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ
টেকনাফে তিনটি আলাদা অভিযান চালিয়ে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের নাজিরপাড়া বিওপির আওতাধীন গফুর প্রজেক্ট এলাকা থেকে এই ইয়াবা জব্দ করে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, নাজিরপাড়া বিওপির গফুর প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সংবাদ পান। আনুমানিক রাত ৩টা ৫০ মিনিটে বিজিবি টহলদল তিন ব্যক্তিকে দু’টি বস্তা কাঁধে নিয়ে নাফ নদী সীমান্তসংলগ্ন কেওড়া বাগান অতিক্রম করে গফুরের প্রজেক্টের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের ধাওয়া করে।এ সময় কাঁধে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফ নদীর পাশ দিয়ে কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ইয়াবা জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি'র টেকনাফে নাজিরপাড়া বিওপি’র আওতাধীন রহমান স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৯৪ হাজার ইয়াবা জব্দ করা হয়। অপরদিকে একই রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র আওতাধীন আশিকানিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: দুর্নীতি রোধের পদক্ষেপ হতে পারে নিষেধাজ্ঞা-সম্পদ জব্দ করা : মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
ঢাকা বিমানবন্দর থেকে ২৪০০ ইয়াবা জব্দ, আটক ১
কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি
কক্সবাজারের টেকনাফ থেকে মঙ্গলবার ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার গফুরের মৎস্য প্রকল্প এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ইয়াবা জব্দ, কলেজশিক্ষক গ্রেপ্তার
সীমান্তরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারিরা তাদের বহন করা ৪টি পলিথিন ব্যাগ ফেলে নাফ নদের তীরে গভীর জঙ্গলে পালিয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যাগগুলো থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই মাদকদ্রব্য উদ্ধার করার পরে একটি আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ভোলায় ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
সিরাজগঞ্জে ১১ হাজার পিস ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার