গোসলে নেমে
ভৈরব নদে গোসলে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ভৈরব নদে গোসলে নেমে পানিতে ডুবে রোকেয়া খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টম্বর) বিকাল দিকে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
রোকেয়া মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ছোটন আলীর মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোকেয়া বাড়ির পাশে ভৈরব নদে গোসলে য়ায়। গোসল করার কোনো এক সময় পানির নিচে তলিয়ে যায় সে। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
আরও পড়ুন: চাঁদপুরে লরিচাপায় ঢাকা কলেজের ২ শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজারে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৩
১ মাস আগে
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু
নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে আড়িয়াল খাঁ নদ থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
তারা হলো- উপজেলার বীরকান্দা গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৮), প্রবাসী কাউসার মিয়ার স্কুলপড়ুয়া মেয়ে শিপা আক্তার (১০) এবং মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা খাতুন (৮)।
শিপা বীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে, ঝুমা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে এবং হালিমা বীরকান্দা মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।
তারা বান্ধবী এবং একই এলাকার প্রতিবেশী।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
নিহতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার দুপুরে তিন বান্ধবী একসঙ্গে বাড়ির পার্শ্ববতী আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।
অবশেষে রবিবার রাত নয়টার দিকে আড়িয়াল খাঁ নদের বীরকান্দা এলাকায় দিলীপের গোদারাঘাট নামক স্থানে তাদের ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী।
মৃত শিপার বাবা কাউছার মিয়া এবং ঝুমার বাবা কাশেম মিয়া জানান, ওই তিন শিশু সাঁতার জানত না।
স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া বলেন, খোঁজাখুঁজি করে দিলীপের গোদারাঘাট নামক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আপত্তি ও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সোমবার দুপুরে তিন শিশুর নামাজে জানাজা শেষে বিন্নাবাইদ কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
মতলবে মেঘনায় ডুবে শিশুর মৃত্যু
২ বছর আগে