সীগাল বীচ
কক্সবাজারে সমুদ্রে ভেসে গিয়ে পর্যটকের মৃত্যু!
কক্সবাজারের সীগাল বীচ পয়েন্ট সমুদ্রে গোসল করতে গিয়ে সমুদ্রের পানিতে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. সুমন (৪০) ঢাকার বংশালের আবুল হোসেনের ছেলে।
নিহত সুমনের বোনের স্বামী মো. শাহীন জানান, তারা পরিবারের ৯ সদস্য নিয়ে ঢাকার বংশালের নয়াবাজার থেকে ১০ অক্টোবর কক্সবাজার বেড়াতে আসেন। ১১ অক্টোবর দুপুর ২টার দিকে পরিবারের সবাই সমুদ্র গোসলে নামেন। এসময় সুমন টিউব নিয়ে ভাসতে ভাসতে দূরে চলে গিয়ে এক সময় টিউব থেকে ছিটকে পড়ে যায়। এতে সমুদ্রে ভেসে যায় সুমন। তখন লাইফগার্ড কর্মীরা ওয়াটার বাইকের সহায়তায় সুমনকে উদ্ধার করেন। পরে বিচকর্মী ও লাইফ গার্ডের কর্মীরা দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। তখন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মিজান জানান, সমুদ্রে গোসল করতে গিয়ে ভেসে যাওয়া পর্যটককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত ঘোষণা করার পর তার লাশ মর্গে রাখা হয়েছে।
২ বছর আগে