সিলেট মেট্রোপলিটন পুলিশ
সিলেটে ছুরিকাঘাতে চীনের এক নাগরিক নিহত, আটক ১
সিলেট নগরীর পাঠানটুলায় নিজ দেশের নাগরিকের ছুরিকাঘাতে উই ওয়েল টাও (৪০) নামের এক চীনের নাগরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিবাস-বি-১১-৯নং বাসায় এ ঘটনাটি ঘটে।
নিহত উই ওয়েল টাও সহ ১২ জন চীনের নাগরিক ওই বাসায় থাকতেন। তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
তিনি জানান, পাঠানটুলার ওই বাসায় থেকে তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সবাই কাজে চলে যান। এরপর ৫ম তলার ৭নং ফ্লাটে মারামারির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ একটি দল ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হামলাকারী সানক্সিকে (৪৮) রক্তাক্ত অবস্থায় উদ্ধার ও আটক করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই ওই বাসার ৫ম তলায় বসবাস করে আসছেন। সানক্সির শরীরেও একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, গ্রেপ্তার ২
এসময় ফ্লাট থেকে ২টি ছোরা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
হত্যাকাণ্ডের বিষয়ে জড়িত অপরাধী গ্রেপ্তার ও অভিযানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
১৬৮৬ দিন আগে
এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া করোনা আক্রান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১৯৫৯ দিন আগে
এসএমপির অতিরিক্ত উপকমিশনার করোনায় আক্রান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২০২৩ দিন আগে
সিলেটে বিয়ের আশ্বাসে ৩ মাস আটকে রেখে তরুণীকে ধর্ষণ
সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পেয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১৭৪ দিন আগে