বাবাকে পিটিয়ে
ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ!
ফেনীর পরশুরামে জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযুক্ত ছেলে ও তার শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আবদুল মোমিন (৬০) পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব আলকা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ছেলের নাম মো. ফারুক ওরফে রাজিব (৩৫) এবং তার শ্যালক আবদুল মজিব ওরফে সুমন (৩২)।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির দুই মেয়ে ও এক ছেলে। দুই মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। একমাত্র ছেলে ফারুকের সঙ্গে জমি নিয়ে বেশকিছু দিন ধরে বিরোধ চলছিল মোমিনের। এই বিরোধের জের ধরে দলিল লেখক ফারুক তার স্ত্রী-সন্তান নিয়ে কয়েক মাস আগে পরশুরাম শহরে বাসা ভাড়া নিয়ে আলাদাভাবে বসবাস করতে থাকেন।
আরও পড়ুন: খুলনায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
অন্যদিকে, স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন মোমিন।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ফারুক ও তার শ্যালক আবদুল মজিব গ্রামের বাড়িতে যান। এ সময় আবদুল মোমিন ও তার ছেলে ফারুকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে আবদুল মোমিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে আবদুল মোমিন গুরুতর আহত হলে ফারুক ও তার শ্যালক পালিয়ে যায়। পরে আবদুল মোমিন ও তার স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় আবদুল মোমিন মারা যান।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যা করেছে তার একমাত্র ছেলে। অভিযুক্ত ব্যক্তি তার বাবাকে মারধরের ঘটনাটি ডাকাত দলের হামলা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন।
ওসি বলেন, এ ঘটনায় নিহত আবদুল মোমিনের মেয়ে পানু আক্তার বাদী হয়ে রাতেই পরশুরাম মডেল থানায় ফারুকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ মামলায় পুলিশ ফারুক ও আবদুল মজিবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দু’জনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: জৈন্তাপুরে নবজাতক হত্যার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারে সুপারি গাছে বেঁধে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
২ বছর আগে