অঘোষিত
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহে ‘অঘোষিত’ পরিবহন ধর্মঘট
বিএনপির সরকারবিরোধী সমাবেশকে সামনে রেখে শনিবার ময়মনসিংহ বিভাগে ‘অঘোষিত’ পরিবহন ধর্মঘট জারি করা হয়েছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ইউএনবিকে বলেন, শনিবার বিকালে ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য কর্তৃপক্ষ এ ধরনের ধর্মঘটের আয়োজন করেছে।
তিনি বলেন, সকাল থেকে ‘সরকারের নির্দেশে’ আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে তাদের দলীয় কর্মীরা সমাবেশে যোগ দিতে সমস্যার মুখে পড়েছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে চলছে বিএনপির দ্বিতীয় বিভাগীয় সমাবেশ
তবে বাস অপারেটররা বলেছেন যে অনেক বাস কোম্পানি তাদের গাড়ির ক্ষতির আশঙ্কায় তাদের কার্যক্রম স্থগিত করেছে, কারণ সম্প্রতি চট্টগ্রামে বিএনপির সমাবেশে এমন ঘটনা ঘটেছে।
প্রিন্স ইউএনবিকে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা এখনও হেঁটে বা মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য ছোট যানবাহনে সমাবেশে আসছেন। ময়মনসিংহে আসার জন্য আগে ভাড়া করা অনেক প্রাইভেট গাড়ি হঠাৎ করে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের লোকদের বহন করতে অস্বীকৃতি জানায়।’
বিএনপির পরিকল্পিত বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে দলটির ময়মনসিংহ মহানগর শাখা দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের আয়োজন করেছে। ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথমটি অনুষ্ঠিত হওয়ায় এটি হবে দলের দ্বিতীয় বিভাগীয় সমাবেশ।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ইউএনবিকে বলেন, চট্টগ্রামে বিএনপির সমাবেশে অনেক যানবাহন ভাঙচুর করায় যানবাহন মালিকরা নিরাপত্তার কথা ভেবে পরিবহন পরিষেবা বন্ধ করে দেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন।
চলমান বিদ্যুৎ সংকট ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলটির করা সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে বিরোধী দলের পাঁচ নেতাকর্মী নিহতের ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ১০টি শহরে বিভাগীয় পর্যায়ে জনসভা করার ঘোষণা দেয় বিএনপি।
আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে বিশাল সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে দলটি।
আরও পড়ুন: বিএনপির সামনে কোনো বাধাই এখন দাঁড়াতে পারবে না: ফখরুল
১০ ডিসেম্বর থেকে দেশ চালাবেন খালেদা-তারেক: আমান
২ বছর আগে