সাল
‘১৯৭৫ সালে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল’
মানবাধিকার কর্মী এবং আইনজীবী জেড আই খান পান্না ১৯৭৫ সালকে এমন একটি সময় হিসাবে বর্ণনা করেছেন যখন জাতি মানবাধিকারের ওপর চরম আক্রমণের প্রত্যক্ষদর্শী হয়েছে। তিনি উল্লেখ করেছেন, পরবর্তী ক্ষতিপূরণ অধ্যাদেশটি সবচেয়ে খারাপ ছিল।
শনিবার মানবাধিকার বিষয়ক আলোচনায় বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ‘মানবাধিকারের ওপর মূল আক্রমণ হয়েছিল ১৯৭৫ সালে এবং ক্ষতিপূরণ অধ্যাদেশের মতো খারাপ কিছু হতে পারে না।’
রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে এ আলোচনা সভার আয়োজন করে সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড, বাংলাদেশ।
আরও পড়ুন: আইজিপিসহ ৭ জনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখান ঢাকার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাত্র ৪১ দিন পর খন্দকার মোশতাক আহমেদ একটি ক্ষতিপূরণ অধ্যাদেশ জারি করেন। যিনি সামরিক আইন জারি করে নৃশংস হত্যাকাণ্ডের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন।
১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর খুনিদের এবং যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকালে সামরিক আইন ঘোষণার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যে কোনও আইনি বা অন্যান্য কার্যক্রম বন্ধ করতে অধ্যাদেশটি জারি করেছিল।
পান্না ১৯৭৫ পরবর্তী উন্নয়ন এবং কীভাবে জনগণকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল তার বর্ণনাও দিয়েছেন।
তিনি ১৯৭৫ পরবর্তী সময়ে ‘আয়নাঘর’ এর অস্তিত্ব দাবি করেছিলেন এবং তিনি এর অন্যতম শিকার ছিলেন। ‘অনেক ভুক্তভোগী রয়েছে’ উল্লেখ করে তিনি কয়েকটি নাম উল্লেখ করে তাদের ওপর নির্যাতনের নৃশংস প্রকৃতির কথা তুলে ধরেন।
পান্না বর্তমান পরিস্থিতিও তুলে ধরে বলেন, কিছু ব্যর্থতা আছে। ‘আমি বলব প্রবণতা এড়াতে, সীমাবদ্ধতা নয়।’
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলো কোনো তৃতীয় পক্ষ বা দেশের অংশগ্রহণ ছাড়াই অন্যতম সেরা চুক্তি।এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতিত্ব দেন এই অধিকারকর্মী।
গৌরবময় মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তিনি বলেন, বিশ্ব ইতিহাসে বাংলাদেশ একটি অনন্য জাতি।
এই অধিকারকর্মী আরও বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর এমন দেশ কেউ দেখাতে পারবে না, যে দেশে ৯ মাসে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। আপনি বিশ্বের ইতিহাসে দেখাতে পারবেন না। বাংলাদেশ একটি অনন্য দেশ।তিনি বলেন, এটি প্রচলিত যুদ্ধ নয়, এটি একটি জনযুদ্ধ।
এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, অধ্যাপক ডা. মিজানুর রহমান, মানবাধিকার কর্মী খুশি কবির, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
আরও পড়ুন: আসকের সেপ্টেম্বরের প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে
মানবাধিকার লঙ্ঘনের কথা আজ প্রমাণিত: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি
২ বছর আগে