ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন
আয়োজকদের অব্যবস্থাপনার মধ্যেও স্বস্তি দিলেন কবীর সুমন
কবীর সুমন ঢাকায় গান গাইতে আসার খবর প্রচারের পর থেকে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা শুরু হয়। তিন দিনব্যাপী আয়োজনের দুইদিনের টিকিট বিক্রি হয়ে যায় মুহূর্তেই। অপেক্ষার অবসান ঘটে ১৫ অক্টোবর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মঞ্চে আসেন কবীর সুমন। মুগ্ধ করেন দর্শকদের।
কবীর সুমন তার সুরে দর্শকদের স্বস্তি দিলেও চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যায় পুরো আয়োজনে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকাল ৪টা ৩০ মিনিটে। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরেও মিলনায়তনের বাইরে দর্শকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান দেখতে আসা এক দর্শক ইউএনবিকে জানান, কবীর সুমনকে নিয়ে আরও বড় পরিসরে আয়োজন আশা করেছি। তা করলে হয়তো আরও দর্শক কবীর সুমনের গান উপভোগ করতে পারত।
আয়োজনে দর্শকদের চেয়ে ভোগান্তির শিকার হন গণমাধ্যমকর্মীরা। সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের কোনো কার্ড দিয়ে সহযোগিতা করেননি আয়োজকরা। এমনকি আয়োজন স্থানে এসেও ফিরে যেতে হয়েছে অনেককে।
এসব ভোগান্তি কাটিয়েও মিলনায়তন দর্শকে পূর্ণ হয়ে যায়। ততক্ষণে কবীর সুমন মঞ্চে ওঠার ঘোষণা আসে। গাইয়ে আসলেন মঞ্চে। পরনে সবুজ ফতুয়া আর সাদা ধুতি। হাত দুটো জড়ো করে সেই চিরচেনা হাসি দিয়ে বসলেন কবীর সুমন।
আরও পড়ুন: ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ তিন দিন ঢাকায় গাইবেন কবীর সুমন
২ বছর আগে