৪টি স্বর্ণের বার
চুয়াডাঙ্গায় ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের ঘুঘরোগাছি গ্রামে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক তিনজন হলেন-জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের ঘুঘরোগাছি গ্রামের হাসেম খানের ছেলে আছির উদ্দিন মাস্টার।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
একই গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে মাজাহার খান পল্টু ও রায়পুর বারান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শাহাবুদ্দিন খান (৪০)।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, স্বর্ণ পাচারকারীরা নিজেদের মধ্যে দ্বন্দের জেরে মারামারি করে আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রক্তাক্ত অবস্থায় তিনজনকে আটক করে।
তিন জনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত আছির উদ্দিন মাস্টার ও মাজাহার খান পল্টুকে পুলিশ উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। দুইজন সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বারের ওজন এক কেজি ৮০০ গ্রাম। আহত দুই জন সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আর একজন পুরিশ হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কেউ আহত হয়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, দুইজন আহত রোগীকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পুলিশের সদস্যরা। তাদের শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
তিনি আরও বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হতে পরে।
আরও পড়ুন: যশোরের শার্শা সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
ঝিনাইদহ সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২: বিজিবি
১ বছর আগে
ভারতে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪টি স্বর্ণের বার জব্দ
সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আটকের সময় তার কাছ থেকে অর্ধ কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক শামিমুল ইসলাম (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: শার্শার গোগা সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকসদল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রিজ সংলগ্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে একটি ডিসকভার মোটর সাইকলেসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে বাধা কাপড়ের প্যাকেট থেকে চার পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ আটক চোরাকারবারী শামিমুলের উদ্ধৃতি দিয়ে জানান, ওই স্বর্ণ সে বাহক হিসেবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের বারের ওজন ৫০৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। এ সময় তার দুই লাখ টাকা মূল্যের ডিসকভার মোটর সাইকেলটি জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে এবং আটক চোরাকারবারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় বিজিবির হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: মহেশপুরে একজন আটক, ৪টি স্বর্ণের বার জব্দ
বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ, আটক ১
২ বছর আগে