নোরা ফাতেহি
বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা!
'ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব'। ফুটবল বিশ্বকাপের মাঠে ভারতীয়রা না থাকলেও মঞ্চে আছেন ঠিকই। নোরা ফাতেহি এর সাম্প্রতিক উদাহরণ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাম।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসান আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ট্রফি উন্মোচন করার দায়িত্ব পেলেন এই বলিউড সুন্দরী ৷
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
বিষয়টি নিয়ে ফিফার তরফ থেকে কোনো বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসেনি। তবে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী এই খবরই সত্যি হতে যাচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
দীপিকাকে এর আগেও বিশ্বের অনেক সম্মানজনক আসরে দেখা গেছে। কান ফিল্ম ফেস্টিভ্য়ালে জুরি হিসেবে ডাক পেয়েছিলেন তিনি। বেশকিছু বিদেশি ব্র্যান্ডের সঙ্গেও এই অভিনেত্রী। তবে এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের মত আসরের মঞ্চে উঠবেন দীপিকা।
আরও পড়ুন: ১৩ বার মনোনয়নের পর অবশেষে অস্কার পেলেন ডায়ান ওয়ারেন
মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির
২ বছর আগে
নোরার ঢাকা সফরে হতাশ ভক্তরা
বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল। তার এই সফরের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় এলেন নোরা। এতদিন ভক্তরা অপেক্ষায় ছিলেন নোরাকে এবং তার নৃত্যের ঝলকানি দেখার।
অপেক্ষা শেষ হলো মঞ্চে নোরা ওঠার পর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘উইমেন অ্যামপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি।
সবারই ধারণা ছিল পারফরম্যান্স করবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হলেন সবাই। মঞ্চে উঠে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন নোরা ফাতেহি।
আরও পড়ুন: মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির
এর আগে রাত ৯টা ৪০ মিনিটে নোরা ফাতেহি মঞ্চে ওঠেন। দর্শকদের উদ্দেশে হাতের ইশারায় চুমু ছুঁড়ে দেন নোরা।
এরপর দর্শকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন তিনি।
নোরা বলেন, 'দ্বিতীয়বারের মত ঢাকায় এসে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। বাংলাদেশে আমি বারবার আসতে চাই।'
নোরার নৃত্য দেখা না গেলেও মঞ্চ মাতান বাংলাদেশের তারকারা।
নোরা ফাতেহি অনুষ্ঠানের মূল আকর্ষণ হলেও মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি শিল্পীরা।
‘জয় বাংলা বাংলার জয়’ গান দিয়ে সন্ধ্যা ৭টায় শুরু হয় অনুষ্ঠান। এতে অংশ নেন দেশের একঝাঁক তারকা। পরবর্তীতে ফ্যাশন শো’তে দেশি মডেলরা র্যাম্পে হাঁটেন। যেখানে দেখা যায় চিত্রনায়িকা পূজা চেরিকে। মঞ্চে নববধূ রূপে দেখা যায় তাকে।
তবে অনুষ্ঠান শেষে হতাশা প্রকাশ করেন ভক্তরা। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে তারা এসেছিলেন নোরার নাচ দেখতে। নোরাকে এক ঝলক দেখায় মন ভরেনি তাদের।
তবে নোরার ঢাকায় সফরে আসার যে শর্তগুলো ছিল সেখানে পারফর্মেন্সের কোনোকিছু উল্লেখ ছিল না। তাই সফরে নিয়মের বাইরে কিছু করে বিতর্ক তৈরি করতে চাননি তারা।
আরও পড়ুন: অবশেষে বাংলাদেশে আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি
জটিলতা পেরিয়ে অবশেষে ঢাকায় আসছেন নোরা ফাতেহি
২ বছর আগে
মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির
বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বেশ কয়েকবার। শেষবার জানা গিয়েছিল কয়েকটি শর্ত মেনে আসতে পারবেন। অবশেষে সেটিই সত্যি হলো।
শুক্রবার (১৮ নভেম্বর) উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেবেন তিনি। এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন নোরা।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় পৌঁছেছেন নোরা ফাতেহি। সেখান থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রামে যান তারা।
আজ রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা ফাতেহি। এরই মধ্যে নোরা ফাতেহির জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। দর্শকরাও আসতে শুরু করেছেন। এখন অপেক্ষা নোরার। যার নৃত্যের ঝলকানি দেখার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন এ দেশের ভক্তরা।
আজকের অনুষ্ঠান শেষ করে আগামীকাল বিকেলে ঢাকা ত্যাগ করবেন নোরা ফাতেহি।
আরও পড়ুন: অবশেষে বাংলাদেশে আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি
জটিলতা পেরিয়ে অবশেষে ঢাকায় আসছেন নোরা ফাতেহি
২ বছর আগে
অবশেষে বাংলাদেশে আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি
বিশ্বখ্যাত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে অবশেষে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়েছে। দেশে তার আগমন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ও বিতর্কের পর সোমবার তথ্য মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।
সম্প্রদায়ভিত্তিক সংস্থা উইমেনস লিডারশিপ করপোরেশন এর আগে ১৮ নভেম্বর তাদের গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডের অংশ হিসেবে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি তথ্যচিত্রের চিত্রধারণের জন্য কানাডার বংশোদ্ভুত ভারতীয় এই অভিনেত্রীকে দেশে আসার অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করেছিল।
সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, সরকার শিল্পীকে (নোরা) বিশেষভাবে পূর্বোক্ত তথ্যচিত্রের চিত্রধারণের অনুমতি দিয়েছে। শুধুমাত্র চিত্রধারণের কাজে ১৮ নভেম্বর তাকে ঢাকায় আসার অনুমতি দেয়া হবে।
সোমবার উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি শার্না মারিয়া মৃত্তিক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের সোশ্যাল মিডিয়া পরিচালনায় নিযুক্তরা তাকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করছে।
আরও পড়ুন: জটিলতা পেরিয়ে অবশেষে ঢাকায় আসছেন নোরা ফাতেহি
উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পাঁচ শর্ত সাপেক্ষে এই ছাড়পত্র দেয়া হয়। ভ্রমণের সময় ব্যতীত অভিনেত্রীকে তথ্যচিত্রের চিত্রধারণে অংশ নেয়ার লক্ষ্যে শুধুমাত্র একদিনের জন্য দেশে প্রবেশের অনুমতি দেয়া হয় এবং এই সময়ের মধ্যে অন্য কোনও কাজ বা কার্যক্রমে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি।
নোরা ফাতেহির একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ডলার সংকটের কারণে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুমতি প্রত্যাখ্যান করা হয়।
নৃত্যশিল্পী-অভিনেত্রী ‘সাকি সাকি’ ও ‘দিলবার’-সহ আইটেম গানের জন্য জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’-সহ বেশ কয়েকটি বলিউড সিনেমায় কাজ করেন।
তিনি ফিফা বিশ্বকাপ ২০২২ সাউন্ডট্র্যাকের অংশ হিসেবে ‘লাইট দ্য স্কাই’ গানের মিউজিক ভিডিওতেও পারফর্ম করেছেন।
আরও পড়ুন: বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
বলিউড: ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে হত্যার হুমকি!
২ বছর আগে
জটিলতা পেরিয়ে অবশেষে ঢাকায় আসছেন নোরা ফাতেহি
বলিউডে এই সময়ের ‘হট কেক’নোরা ফাতেহি। তার নাচের ভক্ত বিশ্বজুড়ে অনেকে। অনেক জটিলতার পর অবশেষে আগামী ১৮ নভেম্বর ঢাকা মাতাতে আসছেন নোরা।
রবিবার (১৬ অক্টোবর) রাজধানীর এক হোটেলে করা সংবাদ সম্মেলনে ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা জানান, ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’এ অংশ নিতে ঢাকার একটি কনভেনশন হলে নাচবেন নোরা ফাতেহি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ নভেম্বর রাতে ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত জমকালো মঞ্চে নাচবেন নোরা। ঢাকার মঞ্চে ৪০ মিনিট থাকবেন তিনি। এছাড়াও মঞ্চে থাকবেন দেশের অনেক তারকা। এখন পর্যন্ত পুরো তালিকা চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: মাহির ফেসবুক পেজে কোনো ছবি নেই
জানা যায়, পুরো নাচে তিনবার পোশাক বদলাবেন তিনি। এছাড়া পুরস্কার বিতরণও করবেন।
সংবাদ সম্মেলনে এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’
নোরা ফাতেহির এই ঢাকা সফর চূড়ান্ত হলো অনেক জটিলতার পর। বলিউডের এই তারকাকে ঢাকায় আনতে প্রথমে চুড়ান্ত করেন মিরর গ্রুপের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। কিন্তু এর আগে এই সেলিব্রেটির ঢাকায় আসার কথা ছিল আরেকটি অনুষ্ঠানে। ‘ডলার সঙ্কট’ এর কারণে নোরাকে আনার অনুমতি পাননি আয়োজকরা। তাই অনুষ্ঠান পিছিয়ে ফেব্রুয়ারিতে নেয়া হয়েছে।
২ বছর আগে