দেশে গত ২৪ ঘণ্টা
করোনা: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এসময়ে নতুন করে ২১৬ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জনে পৌঁছেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে শনাক্তের হার পাঁচ দশমিক ৮৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৮৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ।
আরও পড়ুন: করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৩০০
করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৯
২ বছর আগে